- এই মুহূর্তে দে । শ
- মে ২২, ২০২৩
ত্রিস্তরীয় নিরাপত্তায় কাশ্মীরে শুরু জি-২০ সম্মেলন।সমালোচনায় সরব বিলাবল, এড়িয়ে গেল চিন

কাশ্মীরে শুরু হল তিন দিনের জি-২০ সম্মেলন। বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর প্রথম কোনো আন্তর্জাতিক আলোচনাচক্র অনুষ্ঠিত হচ্ছে সেখানে । ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা উপত্যকা। কেন্দ্রীয় সরকারের দাবি, এই বৈঠক ভূস্বর্গের পর্যটনের সম্ভাবনাকে আরো উজ্জ্বলতর করে তুলবে। স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই সমালোচনা করেছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো। তাঁর মতে, এটা বেআইনি। সদস্য হওয়া সত্ত্বেও আলোচনায় যোগ দেয়নি চিন।
শ্রীনগরে আয়োজিত জি-২০ ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের বৈঠকে সদস্য দেশ ছাড়াও যোগ দিচ্ছেন, আমন্ত্রিত দেশ, আন্তর্জাতিক সংস্থা এবং শিল্প স্টেকহোল্ডারা। মূলত পাঁচটি বিষয়, যেমন- সবুজ পর্যটন, ডিজিটালাইজেশন, দক্ষতা, এমএসএমই এবং গন্তব্য ব্যবস্থাপনা নিয়ে সদস্যদের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিদেশী প্রতিনিধিদের স্থানীয় বাজারে নিয়ে যাওয়া হবে এবং জম্মু ও কাশ্মীরের চারু ও কারুশিল্পের সঙ্গে যাতে তাঁদের পরিচয় হয় সে ব্যবস্থা করা হয়েছে।
কাশ্মীরকে বিশ্ব পর্যটন মানচিত্রে যাতে উল্লেখযোগ্য স্থান অধিকার করতে পারে কাশ্মীর তাই এ উদ্যোগ বলে জানিয়েছেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক। সন্ত্রাসবাদী কার্যকলাপ রুখতে ও এলাকায় শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে এ সম্মেলন কার্যকরী ভূমিকা নিতে পারে বলে তাঁদের ধারনা। তাঁরা বলেছেন, অর্থনৈতিক বৃদ্ধি এবং সাংস্কৃতিক সংরক্ষণের জন্য চলচ্চিত্র পর্যটনের একটি সাইড ইভেন্টের আয়োজন করা হয়েছে। এ নিরাপত্তা সুনিশ্চিত করতে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন। ন্যাশনাল সিকিউরিটি গার্ড, মার্কোস কমান্ডো এবং জম্মু ও কাশ্মীর পুলিসের স্পেশাল অপারেশন গ্রুপ -কে সভার স্থান শের কাশ্মীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার- ও ডাল লেকের আশেপাশে মোতায়েন করা হয়েছে।
❤ Support Us