Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ১১, ২০২৪

পার্থে রোহিত না খেললে নেতৃত্ব দেবেন বুমরা, জানালেন গম্ভীর

আরম্ভ ওয়েব ডেস্ক
পার্থে রোহিত না খেললে নেতৃত্ব দেবেন বুমরা, জানালেন গম্ভীর

অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টে রোহিত শর্মা খেলবেন কিনা, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে। জল্পনায় জল ঢেলে দিলেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। অস্ট্রেলিয়া উড়ে যাওয়ার আগে তিনি জানিয়ে দিয়েছেন, পার্থে খেলবেন না রোহিত। দ্বিতীয় টেস্ট থেকে তিনি মাঠে নামবেন। প্রথম টেস্টে রোহিতের জায়গায় ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন যশপ্রীত বুমরা।

রবিবার রাতেই অস্ট্রেলিয়ার বিমান ধরেছেন ভারতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ। দলের সঙ্গে যাননি অধিনায়ক রোহিত শর্মা। ফলে তাঁকে নিয়ে জল্পনা আরও তুঙ্গে ওঠে। অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে প্রথামাফিক সাংবাদিক সম্মেলনে হাজির হয়েছিলেন হেড কোচ গৌতম গম্ভীর। স্বভাবতই রোহিতকে নিয়ে তাঁর দিকে প্রশ্নবান ধেয়ে এল। প্রথম টেস্টে রোহিত খেলবেন কিনা, সে প্রশ্নের জবাব দিতে হল ভারতীয় দলের হেড স্যারকে।

গম্ভীর বলেছেন, “পার্থে প্রথম টেস্টে রোহিত খেলবে না। ওর পরিবর্তে দলকে নেতৃত্ব দেবে যশপ্রীত বুমরা। বুমরাহ দলের সহঅধিনায়ক। একান্তই রোহিত খেলতে না পারলে বুমরা আছে নেতৃত্বে দেওয়ার জন্য। ও পুরোপুরি তৈরি।” দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন রোহিতের স্ত্রী রিতিকা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের সময়ই রোহিতদের পরিবারে নতুন সদস্য আসতে পারে। সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে চান রোহিত। তাই প্রথম টেস্টে খেলবেন না।

রোহিত না খেললে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পার্থে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করবেন কে? অভিমন্যু ঈশ্বরণ ও লোকেশ রাহুলের মধ্যে একজন জয়সওয়ালের সঙ্গী হবেন বলে জানিয়েছেন গম্ভীর। তিনি বলেন, “অস্ট্রেলিয়ায় আমাদের সঙ্গে ঈশ্বরণ এবং কেএল রাহুল থাকবে। ওদের মধ্যে একজন ওপেন করবে। আমরা সেরা একাদশই মাঠে নামাব। টিম কম্বিনেশন নিয়ে এখনই কিছু বলা যাবে না।’ ২২ নভেম্বর থেকে পার্থে প্রথম টেস্ট শুরু।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!