- এই মুহূর্তে বি। দে । শ
- সেপ্টেম্বর ৬, ২০২৪
ঢাকার গণভবনে হবে ‘জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’। সিদ্ধান্ত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের
বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাড়ি গণভবনকে ‘জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’, করার সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার নতুন অফিসে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।এটা ছিল বর্তমান উপদেষ্টা পরিষদের পঞ্চম বৈঠক। বাংলাদেশের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইঁয়া জানান, গণভবনের জাদুঘরে বিপ্লবের যাবতীয় উপকরণ রাখা থাকবে।
বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এ সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই বৈঠক শেষে আসিফ মাহমুদ জানান, আমাদের যে গণভবন, এটি আসলে কখনো গণভবন হয়ে উঠতে পারেনি। এই গণভবনকে যেহেতু ছাত্র-জনতা অভ্যুত্থানের মাধ্যমে জয় করেছে, এটিকে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে জুলাইয়ে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। কিন্তু এই আন্দোলন দমনে তৎকালীন শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আন্দোলন দমনের পদ্ধতি নিয়ে প্রশ্ন ওঠে । জুলাইয়ের মাঝমাঝিতে কয়েক শ ছাত্র-জনতার প্রাণ ঝরে। পরে সেই আন্দোলন সরকার পতনের আন্দোলনে রূপ নেয়।ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট ওই সরকারের পতন হয় এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন ।বাংলাদেশের সাম্প্রতিক গণ অভ্যত্থাণের সময় গণভবনে ব্যাপক লুটপাট হয়।এটি ছিল বাংলাদেশের প্রাক্তন প্রাধানমন্ত্রীর সরকারি বাসভবন। এর আগে সেদেশের কোনো প্রধানমন্ত্রী শেরেবাংলানগরের এই বাসভবনে থাকেননি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে শেরেবাংলানগরে গণভবনের নির্মাণকাজ শেষ হলে তিনি সেখানে অফিস শুরু করেন।
এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দোসরা সেপ্টেম্বর সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দেওয়া এক ভিডিও বার্তায় গণভবনের জায়গায় গণহত্যা মিউজিয়াম তৈরির কথা বলতে শোনা গেছে। ওই ভিডিও বার্তায় তিনি বলেন, অভ্যুত্থানে শহীদ এবং গুম হওয়া মানুষদের স্মৃতিগুলো এই মিউজিয়ামে সংরক্ষিত থাকবে। অবৈধ ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশে আর কোনো শাসক যাতে হাসিনার মতো বর্বরোচিত পথ অনুসরণ না করে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই মিউজিয়াম সেই বার্তাই বহন করবে।
কার্যত, এই বৈঠকে তেমন সিদ্ধান্তই নেওয়া হয় এই দিন।
প্রসঙ্গত, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছাড়ার একমাস অতিক্রান্ত। সেই উপলক্ষ্যে ছাত্র আন্দোলনের সময় নিহতদের স্মরণে শহীদী মার্চ করার ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। বৃহস্পতিবার বেলা পৌনে চারটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে এই কর্মসূচি শুরু হয়।
❤ Support Us