Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • ডিসেম্বর ১৫, ২০২২

‘বৈষ্ণব জন তো’-র সুরের তালে আটলান্টিকের পারে মূর্তি উন্মোচন মহাত্মার

আরম্ভ ওয়েব ডেস্ক
‘বৈষ্ণব জন তো’-র সুরের তালে আটলান্টিকের পারে মূর্তি উন্মোচন মহাত্মার

সাড়ে সাত দশক পর নিউ ইয়র্কে আবক্ষ মূর্তি স্থাপন হল মহাত্মার। শান্তি ও অহিংসার দূতকে সম্মান জানাল জাতিপুঞ্জ।

বুধবার এস জয়শংকর সম্মিলিত জাতিপুঞ্জের সদর দফতরে মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তি উন্মোচন করলেন।মূর্তি উন্মোচন প্রসঙ্গে  রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টনিয়ো গুয়াত্রেস টুইট করে জানান যে ‘গান্ধী হলেন শান্তিপূর্ণ সহাবস্থান, অসাম্য ও বহুত্ববাদের এক আপোষহীন প্রবক্তা। যে মূল্যবোধগুলোকে তিনি আজীবন সঙ্গে নিয়ে চলেছেন তার স্মরণেই এই মূর্তি স্থাপন। এই মূল্যবোধ রক্ষা করাটাই   জাতিপুঞ্জর দায়বদ্ধতা ।’

সদর দফতরের নর্থ লরেন্স গার্ডেনে এই মূর্তিটিকে পাকাপাকিভাবে স্থান দেওয়া হয়েছে।এইদিন মূর্তি উন্মোচন অনুষ্ঠানে জয়শংকরের সাথে যোগ দিয়েছিলেন
রাষ্ট্রপুঞ্জের সভাপতি কাসাভ কোরোসি এবং ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ। মহাত্মা গান্ধির প্রিয় গান ‘বৈষ্ণব জন তো’র সুরের তালে মূর্তিতে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা জানানো হয় ।

প্রসঙ্গত এই মূর্তিটি তৈরি করেছেন শিল্পী রাম বাঞ্জি সুতার। গুজরাটের বিশ্বের দীর্ঘতম  ‘স্ট্যাচু অফ ইউনিটি’ নামক বল্লভ ভাই প্যাটেলের মূর্তিটি তৈরি করেছিলেন তিনি। 


❤ Support Us
error: Content is protected !!