Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ২৪, ২০২৫

বেঙ্গল প্রো টি২০ লিগে প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরি করে নজির গড়লেন গৌরব চৌহান

আরম্ভ ওয়েব ডেস্ক
বেঙ্গল প্রো টি২০ লিগে প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরি করে নজির গড়লেন গৌরব চৌহান

বেঙ্গল প্রো টি২০ লিগে নজির গড়লেন রাঢ় টাইগার্সের গৌরব চৌহান। প্রথম ক্রিকেটার হিসেবে প্রতিযোগিতায় প্রথম সেঞ্চুরি করলেন। তাঁর দুরন্ত ব্যাটিংয়ের ওপর ভর করে রাঢ় টাইগার্সও প্রথম জয় পেল। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৬০/৮ রান তোলে শিলিগুড়ি স্ট্রাইকার্স। জবাবে গৌরবের ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে ১৭.১ ওভারে ১ উইকেট হারিয়ে ১৬১ রান তুলে ম্যাচ জিতে নেয় রাঢ় টাইগার্স। মাত্র ৫৫ বলে ১০৩ রানের দুরন্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন গৌরব। মারেন ১১টি চার ও ৫টি ছয়। অভিষেক বোসের সঙ্গে ১৫২ রানের জুটি গড়ে তোলেন। ৪৬ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন অভিষেক।
পুরুষদের অন্য ম্যাচে ব্যাট–বলে দাপট দেখালেন রনিত ঘোষ। তাঁর এই দুরন্ত অলরাউন্ড পারফরমেন্সের ওপর ভর করে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে কলকাতা টাইগার্স ১১ রানে হারিয়েছে মুর্শিদাবাদ কিংসকে। বৃষ্টির জন্য ওভার সংখ্যা কমিয়ে ১৮ করা হয়। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১২৯ তোলে কলকাতা। ৩১ বলে ৫১ রান করেন করণলাল। ৪০ রান করে অপরাজিত থাকেন রনিত ঘোষ। জবাবে ১৭.‌৪ ওভারে ১১৭ রানে গুটিয়ে যায় মুর্শিদাবাদ। সুদীপ ঘরামি ৫২ বলে ৭১ রান করেন। ১০ রানে ৩ উইকেট নেন রনিত ঘোষ।
মহিলাদের লিগে মুর্শিদাবাদ কুইন্স বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে মেদিনীপুর উইজার্ডসকে। টস জিতে মেদিনীপুর উইজার্ডস প্রথমে ব্যাট করতে নামে। ১৯.২ ওভার ব্যাট করার পর বৃষ্টি নামে। সেই সময় মেদিনীপুর উইজার্ডসের রান ছিল ৮ উইকেটে ৬৬। বৃষ্টি থামার পর আবার খেলা শুরু হয়। ডাকওয়ার্থ ও লুইস নিয়মে মুর্শিদাবাদের জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৮ ওভারে ৩৪। ৫.২ ওভারে ৩৪/১ রান তুলে ম্যাচ জিতে নেয় মুর্শিদাবাদ।
মহিলাদের অন্য ম্যাচে কলকাতা টাইগার্স ৬ উইকেটে হারিয়েছে হাওড়া ওয়ারিয়র্সকে। বৃষ্টির জন্য এই ম্যাচ ১৭ ওভারের হয়। প্রথমে ব্যাট করে ৬২/৯ তোলে হাওড়া। জবাবে ১৩.১ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা (৬৪/৪)। স্ম্যাশার্স মালদা ২৬ রানে হারিয়েছে হারবার ডায়মন্ডকে (‌১০১, ১৭.‌৫ ওভারে)‌। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ‌১২৭ রান তোলে স্ম্যাশার্স মালদা। জবাবে ১৭.‌৫ ওভারে ১০১ রানে গুটিয়ে যায় হারবার ডায়মন্ড।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!