Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ২২, ২০২৩

‌ঘরে ফিরলেন গৌতম গম্ভীর, দেখা যাবে নাইট রাইডার্সের মেন্টরের ভূমিকায়

আরম্ভ ওয়েব ডেস্ক
‌ঘরে ফিরলেন গৌতম গম্ভীর, দেখা যাবে নাইট রাইডার্সের মেন্টরের ভূমিকায়

এ যেন ঘরে ফেরা গৌতম গম্ভীরের। আবার কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে ডাগ আউটে দেখা যাবে প্রাক্তন অধিনায়কক। তবে ক্রিকেটার হিসেবে নয়, মেন্টর হিসেবে। নাইট রাইডার্সের মেন্টরের দায়িত্ব নিলেন গৌতম গম্ভীর। বুধবারই তাঁর সঙ্গে চুক্তির কথা প্রকাশ্যে নিয়ে এসেছে কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট। লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আবার পুরনো দলেই ফিরলেন গম্ভীর।
গত আইপিলের পর থেকেই গম্ভীরের লখনউ সুপার জায়ান্টস ছাড়া নিয়ে জল্পনা চলছিল। বিশ্বকাপের আগে থেকেই শোনা যাচ্ছিল নাইট রাইডার্সের দায়িত্ব নিতে পারেন গৌতম গম্ভীর। বেশ কিছুদিন ধরেই তাঁর সঙ্গে কথাবার্তা চলছিল নাইট রাইডার্স কর্তৃপক্ষের। অবশেষে চুক্তি চূড়ান্ত হয়েছে। ২০১২ এবং ২০১৪ সালে তাঁর নেতৃত্বেই আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। গম্ভীরের সেই সাফল্যের কথা মাথায় রেখেই এবার তাঁর হাতে মেন্টরের দায়িত্ব তুলে দেওয়া হল।
২০১৪ সালের পর আর আইপিএলে সাফল্য নেই নাইট রাইডার্সের। এর মাঝে বারবার কোচ এবং অধিনায়ক পরিবর্তন হয়েছে। কিন্তু সাফল্য আসেনি। গত বছর শ্রেয়স আয়ারের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হয়। আর কোচের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে চন্দ্রকান্ত পন্ডিতের হাতে। চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গেই কাজ করবেন গৌতম গম্ভীর। ২০১৭ সাল পর্যন্ত তিনি নাইট রাইডার্সের হয়ে খেলেছেন। দলকে নেতৃত্ব দিয়েছিলেন। এবার সম্পূর্ণ অন্য ভূমিকায় দেখা যাবে গৌতম গম্ভীরকে।
নাইট রাইডার্সের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, ‘‌২০২৪ সালে আইপিএলের মেন্টর হিসেবে গৌতম গম্ভীরকে নিযুক্ত করা হল। তিনি কোচ চন্দ্রকান্ত পন্ডিতের সঙ্গে কাজ করবেন।’‌ আবার পুরনো দলে ফিরতে পেরে খুশি গৌতম গম্ভীর। সোশ্যাল মিডিয়া পেজে এক বার্তায় তিনি লিখেছেন,‘‌আমি আবেগপ্রবণ নই। সব বিষয়ে আমি প্রভাবিত হই না। কিন্তু নাইট রাইডার্সের মেন্টর হওয়াটা আলাদা বিষয়। আবার পুরনো জায়গায় ফিরতে চলেছি। লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে আমার জার্নি শেষ হয়েছে। লখনউর সমস্ত ক্রিকেটার, কোচ এবং সাপোর্ট স্টাফকে ধন্যবাদ জানাই তাদের সঙ্গে জার্নিটা স্মরণীয় করে রাখার জন্য।’‌ বিগত দুই মরশুম ধরে লখনউর মেন্টর ছিলেন গম্ভীর। কিন্তু তিনি দলকে সাফল্য এনে দিতে পারেননি। তাঁর লখনউ ছাড়া নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। এদিন সব জল্পনার অবসান ঘটল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!