Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ২৫, ২০২৩

এখনও পুরুষতান্ত্রিক!‌ বৈষম্য দূর করার ডাক গৌতম গম্ভীরের

আরম্ভ ওয়েব ডেস্ক
এখনও পুরুষতান্ত্রিক!‌ বৈষম্য দূর করার ডাক গৌতম গম্ভীরের

ভারতীয় ক্রিকেট বোর্ড যতই উদ্যোগ নিক, ভারতের পুরুষ ক্রিকেটারদের সঙ্গে মহিলা ক্রিকেটারদের বৈষম্য সহজে ঘুঁচবে না। সেই পুরুষতান্ত্রিক ক্রিকেট চলছেই। গুগলে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে অনুসন্ধান করতে গেলেও ভেসে ওঠে রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়ার নাম। হরমনপ্রীত কাউরও ভারতীয় দলের অধিনায়ক। অথচ তিনি গুগলের স্মৃতিতে নেই। আর এই বৈষম্যের জন্য বিরক্ত ভারতীয় দলের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর। তিনি সোশ্যাল মিডিয়ায় এই বৈষম্য দূর করার ডাক দিয়েছেন।
মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে আগে গুগলে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের নাম অনুসন্ধান করতে গিয়ে ভেসে উঠেছিল রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়ার নাম। এরপরই গৌতম গম্ভীর  টুইটারে লেখেন,‘‌এটা পরিবর্তন করার সময়। চল, এটা করি। #‌ ভারতীয় ক্রিকেট টিম ক্যাপ্টেন হরমনপ্রীত কাউর।’‌ গম্ভীর একটা ভিডিও শেয়ার করেন। সেই ভিডিওতে লিখেছেন, ‘‌ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কাউর কোথায়?‌ আপনি না করা পর্যন্ত ফলাফল পরিবর্তন হবে না। হরমনপ্রীত #‌ দিয়ে সামাজিক মিডিয়ায় কথাটা ছড়িয়ে দিন। আন্দোলনে যোগ দিন। ক্রিকেট সবার খেলা।’‌
গৌতম গম্ভীরের এই আবেদন সোশ্যাল মিডিয়ায় দারুন সাড়া ফেলেছে। অনেকেই গৌতম গম্ভীরের এই ভিডিও শেয়ার করেছেন। এখন দেখার তাঁর এই আন্দোলন সফল হয় কিনা। যদিও পুরুষ ক্রিকেটারদের সঙ্গে বৈষম্য দূর করার ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ড একের পর এক পদক্ষেপ নিয়েই চলেছে। মহিলা ক্রিকেটারদের ম্যাচ ফি অনেকটাই বাড়িয়ে বৈষম্য কিছুটা দূর করার চেষ্টা করেছে। মহিলাদের আইপিএল শুরু করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এক সময় মহিলা ক্রিকেট ভারতীয় ক্রিকেট বোর্ডের অধীনে ছিল না। ধীরে ধীরে মহিলা ক্রিকেটের ওপর নজর দিয়ে অনেকটাই উন্নতি করেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!