Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ৫, ২০২২

‌লেজেন্ড লিগ ক্রিকেটে খেলবেন গেইল, দলে শেহবাগ, দিন্দাও!

লেজেন্ডস লিগ ক্রিকেটে খেলবেন ক্রিস গেইল। গুজরাট জায়ান্টসের জার্সি গায়ে মাঠে নামবেন তিনি। এই দলকে নেতৃত্ব দেবেন বীরেন্দ্র শেহবাগ।

আরম্ভ ওয়েব ডেস্ক
‌লেজেন্ড লিগ ক্রিকেটে খেলবেন গেইল, দলে শেহবাগ, দিন্দাও!

চিত্র সংগৃহীত

লেজেন্ডস লিগ ক্রিকেটে খেলবেন ক্রিস গেইল। গুজরাট জায়ান্টসের জার্সি গায়ে মাঠে নামবেন তিনি। এই দলকে নেতৃত্ব দেবেন বীরেন্দ্র শেহবাগ। গুজরাট জায়ান্টস দলে রয়েছেন বাংলার অশোক দিন্দাও।

ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উদযাপনের অঙ্গ হিসেবে চ্যারিটি ম্যাচ দিয়ে ১৬ সেপ্টেম্বর ইডেনে লেজেন্ডস লিগ ক্রিকেটের দ্বিতীয় সংস্করণের উদ্বোধন হবে। চ্যারিটি ম্যাচে সৌরভ গাঙ্গুলির খেলার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। রবিরার থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রতিযোগিতার আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রিস গেইল গুজরাতের ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন।

দল গঠনের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলিকে তিন দিন সময় দেওয়া হয়েছিল। ভার্চুয়াল ড্রাউটের মাধ্যমে ফ্র‌্যাঞ্চাইজিগুলি দল গঠন করেছে। গুজরাট জায়ান্টস ১৫ জন ক্রিকেটারকে দলে নিতে ৫ কোটি ৫১ লক্ষ ৮০ হাজার টাকা খরচ করেছিল শুক্রবার ভার্চুয়াল ড্রাফট চলাকালীন। চূড়ান্ত দল গঠনের আগে তাদের হাতে ছিল ২ কোটি ৪৮ লক্ষ ২০ হাজার টাকা। এরপরই গুজরাট গেইলকে নিতে আগ্রহ প্রকাশ করে। গুজরাট জায়ান্টস দলে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার লেন্ডল সিমন্স রয়েছেন। ভারতীয়দের মধ্যে রয়েছেন পার্থিব প্যাটেল, অশোক দিন্দা, যোগিন্দার শর্মা, স্টুয়ার্ট বিনি, মনবিন্দার সিং বিসলা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!