Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ৬, ২০২৩

প্রাক্তন সেনাপ্রধান বাজওয়ার বিরুদ্ধে তাঁকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ তুললেন ইমরান

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রাক্তন সেনাপ্রধান বাজওয়ার বিরুদ্ধে তাঁকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ তুললেন ইমরান

প্রাক্তন সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া সম্পর্কে আবার বিস্ফোরক মন্তব্য করলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও তেহরিক–ই–ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। বাজওয়ার বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন যে, প্রাক্তন সেনাপ্রধান তাঁকে হত্যা করে দেশে জরুরি অবস্থা জারির পরিকল্পনা করেছিলেন।
লাহোরের বোল নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান খান বলেন,  ‘‌অনেকেই বাজওয়া সম্পর্কে অভিযোগ জানাতে নিষেধ করেছেন। কিন্তু বাজওয়া যেসব অপরাধ করেছেন, কোন কিছুই আমি গোপন রাখব না। জেনারেল বাজওয়া চাইছিলেন আমাকে হত্যা করে দেশে জরুরি অবস্থা জারি করতে।’‌
ইমরান আরও বলেন, ‘‌আমাকে বারবার বার্তা পাঠানো হত এবং সতর্ক করা হত, যাতে আমি কখনও জেনারেল বাজওয়ার নাম প্রকাশ্যে না নিয়ে আসি। আমাকে আক্রমণের পর বলা হয়েছিল, ধর্মীয় হিংসা থেকে আমাকে আক্রমণ করা হয়েছে। আমি আগেও বলেছিলাম, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল। এখনও সেই কথাই বলব।’‌
উল্লেখ্য, গত বছর এপ্রিল মাসে ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার আগে থেকেই তাঁর সঙ্গে প্রাক্তন সেনাপ্রধান বাজওয়ার সম্পর্ক একেবারে তলানিতে এসে পৌঁছয়। সেই সময় ইমরানের বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসেন বিরোধীরা। তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার পেছনে যে বাজওয়ার হাত ছিল, তা একাধিকবার বলেছেন ইমরান খান। এবার তাঁর বিরুদ্ধে সরাসরি হত্যার ষড়যন্ত্রের অভিযোগ তুললেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী।
ইমরান আরও বলেন, তিনি জীবনে সবথেকে চরম ভুল করেছিলেন জেনারেল বাজওয়ার মেয়াদ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়ে। উল্লেখ্য, গতবছর ২৯ নভেম্বর সেনাপ্রধান থেকে অবসর নেন জাবেদ বাজওয়া। ইমরান ক্ষমতায় থাকাকালীন ২০১৯ সালে তাঁর মেয়াদ ৩ বছর বৃদ্ধি করেছিলেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!