Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ১৪, ২০২৩

কোহলি ও ভারতীয় দলকে শুভেচ্ছা জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার টমাস মুলারের

আরম্ভ ওয়েব ডেস্ক
কোহলি ও ভারতীয় দলকে শুভেচ্ছা জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার টমাস মুলারের

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে ভারত। লিগ পর্বে টানা নটি ম্যাচ জিতে শীর্ষে থেকে সেমিফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে। আগামীকাল মুম্বইয়ে প্রথম সেমিফাইনালে সামনে নিউজিল্যান্ড। আর ফাইনালে ওঠার লড়াইয়ে বিরাট কোহলি এবং ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার টমাস মুলার।
সোশ্যাল মিডিয়ায় সোমবার রাতে একটা ভিডিও পোস্ট করেছেন জার্মানির এই বিশ্বজয়ী ফুটবলার। বায়ার্ন মিউনিখের ট্রেনিং গ্রাউন্ডে দাঁড়িয়ে তিনি সেই ভিডিওটি তুলেছেন। মুলারের গায়ে ছিল বায়ার্ন মিউনিখের প্র্যাকটিস জার্সি। তিনি একটা বাক্স থেকে ভারতীয় ক্রিকেট দলের জার্সি বার করেন। সেই জার্সির পেছনে লেখা রয়েছে মুলারের নাম ও ২৫ নম্বর।
মুলার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে কোহলির উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন,‘‌এটা দেখো বিরাট কোহলি। এই জার্সি উপহার দেওয়ার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ। বিশ্বকাপের জন্য শুভেচ্ছা রইল। এটা আমার কাছে খুবই আনন্দের। আমি আমার বাগানে ক্রিকেট খেলার চেষ্টা করব।’‌ এর আগে ২০১৯ বিশ্বকাপের সময়ও ভারতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে বিরাট কোহলিদের শুভেচ্ছা জানিয়েছিলেন টমাস মুলার।
মুলার অবশ্য ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়ে প্রতিদান দিলেন। বিরাট কোহলি ফুটবলে জার্মানির সমর্থক। ইউরো কাপ এবং বিশ্বকাপের আগে কোহলি জার্মান দলকে শুভেচ্ছা জানিয়েছিলেন। কোহলিকে জার্মানির জার্সিও উপহার দিয়েছিলেন টনি ক্রুজ। তাই এবার ক্রিকেট বিশ্বকাপের আগে জার্মানির হয়ে বিরাট কোহলি এবং ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়ে প্রতিদান দিলেন টমাস মুলার।
এছাড়া, মুলারের ভারত ও কোহলিকে শুভেচ্ছা জানানোর আরও কারণ আছে। ভারতীয় ক্রিকেট দল জার্মানির ফুটবল দল এবং বায়ার্ন মিউনিখের কিট স্পনসর অ্যাডিডাস। মুলার যেমন অ্যাডিডাসের ব্র‌্যান্ড অ্যাম্বাসাডর। তেমনি বিরাট কোহলিও অ্যাডিডাসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। একই সংস্থার বাণিজ্যিক দূত একে অপরকে শুভেচ্ছা জানাবেন, এটাই প্রত্যাশিত।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!