Advertisement
  • এই মুহূর্তে
  • জানুয়ারি ৬, ২০২৩

ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলেন ইতালির প্রাক্তন ফুটবলার ভিয়াল্লি

আরম্ভ ওয়েব ডেস্ক
ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলেন ইতালির প্রাক্তন ফুটবলার ভিয়াল্লি

২০১৭ সালে অগ্নাশয়ে ক্যান্সার ধরা পড়েছিল। দীর্ঘ চিকিৎসার পর জানানো হয়েছিল বিপদ কেটে গেছে। কিন্তু আবার সেই মারণ রোগ ফিরে আসে তাঁর শরীরে। গত বছর ডিসেম্বরে আবার ক্যান্সার ধরা পড়ে। সেইসময় ইতালির সহকারি কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান। প্রতিশ্রুতি দিয়েছিলেন, সুস্থ হয়ে আবার মাঠে ফিরে আসবেন কথা রাখতে পারলেন না জিয়ানলুকা ভিয়াল্লি। ক্যান্সারে আক্রান্ত হয়ে শুক্রবার মৃত্যু হল ইতালির এই বিশ্বকাপার স্ট্রাইকারের।
মাত্র ৫৮ বছর বয়সেই মারা গেলেন ইতালির এই প্রাক্তন স্ট্রাইকার। ১৯৬৪ সালে ইতালির উত্তরের শহর ক্রিমিয়ার জন্মগ্রহণ করেছিলেন ভিয়াল্লি। ইতালির সিরি ‘‌এ’‌–তে তিনি সাম্পোদোরিয়ার হয়ে পেশাদার ফুটবল জীবন শুরু করেন। ৮ বছর এই ক্লাবে কাটিয়ে ১৯৯২ সালে তিনি যোগ দেন জুভেন্টাসে। ৪ বছর জুভেন্টাসে কাটানোর পর ১৯৯৬ সালে সই করেন চেলসিতে। ১৯৯৮ সালে তিনি চেলসির ফুটবলার ও ম্যানেজারের দায়িত্ব একই সঙ্গে পালন করেন। চেলসিকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছিলেন। এছাড়া লিগ কাপ, উয়েফা কাপ উইনার্স কাপ, উয়েফা সুপার কাপও জিতিয়েছিলেন। ২০০০ সালে তাঁকে কোচের পথ থেকে সরিয়ে দেওয়া হয়।
চেলসির জার্সি গায়ে ৮৭ ম্যাচে ৪০ গোল করেছিলেন ভিয়াল্লি। সাম্পোদোরিয়া, জুভেন্টাসের হয়েও তিনি দারুন সাফল্য পেয়েছিলেন। কিন্তু দেশের জার্সি গায়ে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। দেশের হয়ে ৫৯ ম্যাচে মাত্র ১৬ টি গোল করেছিলেন ভিয়াল্লি। ১৯৮৬ এবং ১৯৯০ বিশ্বকাপে তিনি ইতালির দলের সদস্য ছিলেন।
২০২০ সালে ইউরো কাপ জয়ী ইতালি দলের সহকারি কোচ ছিলেন ভিয়াল্লি। ক্যান্সার ধরা পরার পরেও তিনি অকুতোভয় ছিলেন। বলেছিলেন, ‘‌আমার লড়াই এখনও শেষ হয়নি। এই লড়াই আরও চালিয়ে যেতে চাই। ফুটবলের জন্য আরও দীর্ঘসময় কাজ করতে চাই। এই মারণ ব্যাধিকে জয় করে আমি আবার ফিরে আসবই।’‌ কিন্তু তাঁর আর সেই ফেরা হল না।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!