- এই মুহূর্তে স্মৃ | তি | প | ট
- জুন ৮, ২০২৩
প্রয়াত দূরদর্শনের প্রথম সারির সঞ্চালিকা ও সংবাদপাঠিকা গীতাঞ্জলি আইয়ার

প্রয়াত হলেন দূরদর্শনের সঞ্চালিকা ও সংবাদপাঠিকা গীতাঞ্জলি আইয়ার৷ বুধবার নয়াদিল্লিতে তিনি প্রয়াত হন৷ সত্তরোর্ধ্ব গীতাঞ্জলি আইয়ার পার্কিনসন রোগে আক্রান্ত ছিলেন৷ পারিবারিক সূত্র থেকে জানা গিয়েছে সান্ধ্যভ্রমণ সেরে বাড়ি ফিরে আসার পর হঠাৎই তাঁর মৃত্যু হয়৷ দূরদর্শনে ইংরেজিতে সংবাদপাঠের ক্ষেত্রে গীতাঞ্জলি আইয়ার ছিলেন একজন প্রথম সারির সংবাদ পাঠিকা তথা সঞ্চালিকা৷ গীতাঞ্জলির আইয়ারের উচ্চারণ এবং বাচনভঙ্গি ছিল তাঁর আসল সম্পদ ৷
গীতাঞ্জলি আইয়ার কলকাতার লোরেটো কলেজ থেকে স্নাতক হন। তার পর ১৯৭১ সালে দূরদর্শনে চাকরিতে যোগ দেন৷ দীর্ঘ কর্মজীবনে তিনি চার বার সেরা সংবাদ পাঠিকা সম্মান পেয়েছেন৷ ১৯৮৯ সালে তিনি ইন্দিরা গান্ধি প্রিয়দর্শিনী পুরস্কার পান।
ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে ডিপ্লোমা পাওয়া গীতাঞ্জলি আইয়ার বিজ্ঞাপন দুনিয়াতেও ছিলে একজন পরিচিত মুখ৷ শ্রীধর ক্ষীরসাগরের টেলিভিশন ‘খানদান’-এও তিনি অভিনয় করেন৷ ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডের সঙ্গেও যুক্ত ছিলেন গীতাঞ্জলি।
প্রখ্যাত এই ব্যক্তিত্বের মৃত্যুতে টুইটারে শোক জ্ঞাপন করেছেন বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব। কংগ্রেস নেতা নেট্টা ডি’সুজা টুইটল লিখেছেন, “আমরা সেই দিনগুলিকে স্মরণ করছি যখন গীতাঞ্জলি আইয়ার আমাদের টিভি পর্দায় আকৃষ্ট করে রাখতেন, আমাদের সংবাদ দেখার অভিজ্ঞতায় একটি অমোঘ চিহ্ন তিনি রেখেছিলেন। তাঁর অকাল মৃত্যুতে আমি শোকাহত, তাঁর প্রিয়জনদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। তাঁর আত্মার চির শান্তি কামনা করছি।”
সাংবাদিক শীলা ভাট তাঁর মৃত্যুতে টুইটে লিখেছেন, “গীতাঞ্জলি আইয়ার, ভারতের অন্যতম সেরা টিভি নিউজরিডার। তাঁর উষ্ণ এবং মার্জিত ব্যক্তিত্ব এবং অপরিমেয় যোগ্যতার একটা অধ্যায় তাঁর মৃত্যুর মধ্য দিয়ে থমকে গেল। তাঁর পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা জানাচ্ছি।” গীতাঞ্জলি আইয়ারের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছেন। তাঁর মেয়ে পল্লবী আইয়ার একজন পুরস্কার বিজয়ী সাংবাদিক।
❤ Support Us