Advertisement
  • দে । শ
  • ফেব্রুয়ারি ২১, ২০২৩

পাহাড়ে অশান্তির ছক! বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাবের বিরুদ্ধে ১২ ঘণ্টার বন্ধের ডাক বিনয় তামাংদের। বন্ধ দমনে কড়া বার্তা মমতার

আচমকা বন্ধ ঘোষণায় বিপাকে পাহাড়ের ৯০০০ মাধ্যমিক পরীক্ষার্থী, চিন্তিত অভিভাবকরা

পাহাড়ে অশান্তির ছক! বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাবের বিরুদ্ধে ১২ ঘণ্টার বন্ধের ডাক বিনয় তামাংদের। বন্ধ দমনে কড়া বার্তা মমতার

গোর্খাল্যাণ্ড ইস্যুতে আবার অশান্ত পাহাড়। বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাবের বিরুদ্ধে বৃহস্পতিবার ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক দিল রাজ্যভাগের সমর্থকরা। আকস্মিক ঘোষণায় বিপাকে পাহাড়ের প্রায় ৯,০০০ মাধ্যমিক পরীক্ষার্থী, উদ্বিগ্ন অভিভাবকরা। প্রশাসনের আশ্বাস, বন্ধ আটকাতে সবরকম ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার রাজ্য আইনসভায় পাশ হয়েছে বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব। শাসক দলের এ পদক্ষেপে তীব্র আপত্তি গোর্খাল্যাণ্ড সমর্থকদের। অভিযোগ, সরকারের এমন পদক্ষেপে গোর্খাদের অপমান করা হয়েছে। তাই মঙ্গলবার থেকে অনশন ধর্মঘট শুরু করেছেন গোর্খা জনমুক্তি মোর্চা প্রধান বিনয় তামাং। যোগ দিয়েছেন হামরো পার্টির অজয় এডওয়ার্দস সহ জিটিএ এ আটজন সদস্য। সংবাদ মাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছেন, আগামী ২৩ ফেব্রুয়ারি সকাল ৬ টা থেকে বিকেল ৬টা পর্যন্ত স্তব্ধ থাকবে পাহাড়ের স্বাভাবিক জনজীবন। যারা পৃথক রাজ্যের পক্ষে তাঁরা বন্ধে সামিল হতে পারেন।

বন্ধ নিয়ে মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছেন মঙ্গলবার। তিনি বলেছেন, পাহাড়ের মানুষ শান্তিপ্রিয়। কিন্ত কয়েকজন আছেন যারা হঠাৎ শীতঘুম ভেঙ্গে ওঠেন ও আইন শৃঙ্খলা ভঙ্গ করতে উঠে পড়ে লাগেন। তাঁর সরকার বাংলা ভাগকে সমর্থন করে না। আর সে দাবিতে বন্ধ হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। দার্জিলিং-এ শান্তি শৃঙ্খলার প্রশ্নে কোনো আপোষে সম্মত নয় তাঁর সরকার। উত্তরবঙ্গের সভায় বন্ধ আহ্বায়কদের  কড়া হুঁশিয়ারি মমতার।

অন্যদিকে, ২৩ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড়ো পরীক্ষার মুখোমুখি হয় শিক্ষার্থীরা। ওইদিন পাহাড় অচল করবার ডাক দেওয়ায় দুশ্চিন্তায় পড়েছে পাহাড়ের পরীক্ষার্থীরা। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। পর্ষদ সূত্রে খবর, তামাং-এর সঙ্গে এ নিয়ে আলোচনা হয়েছে। বন্ধের জন্য পড়ুয়াদের কোনো সমস্যা হবে না বলে আশ্বস্ত করেছেন তিনি। চালু থাকবে শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল বাস-সহ জরুরি পরিষেবা। অবশ্য, তাতেও কাটছে না দুশ্চিন্তার মেঘ।  বন্ধ  বাস্তবায়িত হলে ছাত্রছাত্রীদের সমস্যা হবে, মত বিশেষজ্ঞদের।  প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষার দিন যাবতীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। তাতে পরীক্ষা নির্বিঘ্নে হবে কিনা তা নিয়ে সংশয়ে অভিভাবকরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!