শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
২০২১ থেকে অসম্মানের আগুনটা ধিকধিক করে জ্বলছিল। ক্রিকেট মাঠে রাজনীতি টেনে নিয়ে আসাটা ভালভাবে নেননি আফগানিস্তানের ক্রিকেটাররা। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে খোঁচাও দিয়েছিলেন আফগান জোরে বোলার নভীন–উল–হক। বলেছিলেন, ‘অস্ট্রেলিয়ার ২ পয়েন্ট চাই, না মানবাধিকার?’ জবাব দিলেন গ্লেন ম্যাক্সওয়েল। অতিমানবীয় ইনিংস খেলে নিশ্চিত পরাজয়ের মুখ থেকে দলকে অবিশ্বাস্য জয় এনে দিলেন। আফগানিস্তানকে ৩ উইকেটে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল অস্ট্রেলিয়া।
৯১ রানে ৭ উইকেট হারিয়ে পরাজয়ের প্রহর গুনছিল অস্ট্রেলিয়া। অসিদের শরীরী ভাষাতেও হতাশার ছবি। গোটা শিবির হারের কথা ভাবলেও ম্যাক্সওয়েল অন্য কথা ভেবেছিলেন। না হলে কি আর হ্যামস্ট্রিংয়ে টান নিয়েও এইরকম অবিশ্বাস্য ইনিংস খেলতে পারেন? ১২৮ বলে অপরাজিত ২০১ রানের দুর্ধর্ষ ইনিংস খেলে দলকে জয় এনে দেন ম্যাক্সওয়েল। মারেন ২১টি ৪ ও ১০টি ৬। অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গে অষ্টম উইকেটের অসমাপ্ত জুটিতে তোলেন ২০৩। ম্যাক্সওয়েলকে যোগ্য সহায়তা করেন কামিন্স। ৬৮ বলে তিনি ১২ রান করে অপরাজিত থাকেন।
অস্ট্রেলিয়া হয়তো ভেবেছিল আফগানিস্তানকে সহজেই উড়িয়ে দেবে। কিন্তু তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ বাতিল করার অসম্মান মেনে নিতে পারেননি নভীন–উল–হক, রশিদ খানরা। প্রতিশোধের আগুনে জ্বলছিলেন। শুরুতেই অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে দেন নবীন–উল–হক। দ্বিতীয় ওভারেই তুলে নেন ট্রাভিস হেডকে (০)। ষষ্ঠ ওভারে ফেরান ক্রমশ ভয়ঙ্কর হয়ে ওঠা মিচেল মার্শকে (১১ বলে ২৪)। নবম ওভারে পরপর দু বলে ডেভিড ওয়ার্নার (২৯ বলে ১৮) ও জশ ইংলিশকে (০) তুলে নিয়ে অস্ট্রেলিয়ার ইনিংসে ধস নামান আজমাতুল্লাহ ওমরজাই। মার্নাস লাবুশেন (২৮ বলে ১৪) রান আউট হন। অন্যদিকে, মার্কাস স্টয়নিস (৬) ও মিচেল স্টার্ককে (৩) ফেরান রশিদ খান। ৯১ রানে ৭ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। সেখান থেকে কামিন্সকে নিয়ে ম্যাক্সওয়েলের লড়াই শুরু।
মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল আফগানিস্তান। মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডের বিরুদ্ধে ইতিবাচক শুরু করেছিলেন দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। ভাল শুরু করেও উইকেট ছুঁড়ে দেন গুরবাজ (২৫ বলে ২১)। হ্যাজেলউডের বলে পুল করতে গিয়ে আউট হন। রহমত শাহও (৪৪ বলে ৩০) উইকেট ছুঁড়ে দেন। গ্লেন ম্যাক্সওয়েলকে তুলে মারতে গিয়ে ক্যাচ দেন তিনি। রহমত ও ইব্রাহিমের জুটিতে ওঠে ৮৩ রান।
রহমত আউট হওয়ার পর ইব্রাহিম জাদরানের সঙ্গে জুটি বাঁধেন হাশমাতুল্লাহ শাহীদি। দুজনের জুটিতে ওঠে ৫২। স্টার্কের বলে বোল্ড হন শাহীদি (২৬)। ২২ রান করে আউট হন আজমাতুল্লাহ। মহম্মদ নবি করেন ১২ রান। একপ্রান্তে উইকেট পড়লেও অন্যপ্রান্ত ধরে রেখে দলকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যান ইব্রাহিম জাদরান। ইনিংস শুরু করতে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি। ১৪৩ বলে ১২৯ রান করেন জাদরান। শেষদিকে ঝড় তুলে ১৮ বলে ৩৫ রানের দুরন্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন রশিদ খান। নির্ধারিত ৫০ ওভারে ২৯১/৫ রান তোলে আফগানিস্তান। ৩৯ রানে ২ উইকেট নেন হ্যাজেলউড।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34