Advertisement
  • বৈষয়িক
  • ফেব্রুয়ারি ১৬, ২০২২

ভারতের ‘গোল্ড ম্যান’ বলেছিলেন—সোনা আমার কাছে খুব পয়া।

আরম্ভ ওয়েব ডেস্ক
ভারতের ‘গোল্ড ম্যান’ বলেছিলেন—সোনা আমার কাছে খুব পয়া।

কিংবদন্তি সংগীতশিল্পী বাপ্পি লাহাড়ি পাঁচ দশক ধরে বিস্তৃত তাঁর সংগীতজীবন । তাঁর সুররে জাদুতে আট থেকে আশি সকলেরই কোমর দুলেছে । ‘ডিস্কো কিং’র তকমাও পেয়েছিলেন । তবে গানের পাশাপাশি বাপ্পি লাহিড়ি জনপ্রিয় ছিলেন তাঁর ফ্যাশনের জন্য । সোনার গয়না, রঙিন সানগ্লাসে ভিড়ের মধ্যেও আলাদা হয়ে থাকতেন বাপ্পি লাহিড়ি ।

ভারতের ‘গোল্ড ম্যান’ নামেও পরিচিত ছিলেন তিনি । বাপ্পিদা বলতেন, ‘গোল্ড ইজ মাই গড’! এক সাক্ষাৎকারে বাপ্পিদাকে বলতে শোনা গিয়েছিল—আমি আমেরিকান রকস্টার এলভিস প্রেসলির থেকেই উৎসাহিত হই সোনার প্রতি । এলভিস প্রেসলি গলায় সোনার হার পরতেন । আর আমি ছিলাম প্রেসলির বড় ভক্ত। আমি ভাবতাম আমি যদি কখনও সাফল্য পাই, তাহলে আমি নিজের ইমেজ আলাদাভাবে তৈরি করব । ভগবানের আশীর্বাদে আমি সোনা দিয়ে তা করতে পেরেছি । অনেক লোকই ভাবেন আমি দেখনদারির জন্য সোনার গয়না পরি । কিন্তু তা সত্যি নয় । সোনা আমার জন্য খুব পয়া ।’

প্রথম দিকে সোনার গয়না পরলেও পরবর্তীতে নিজের গয়নার জন্য ‘লুমিনেক্স ইউনো ’ নামের একটি ধাতু ব্যবহার করতেন। সোনা, প্ল্যাটিনাম আর রুপো দিয়ে তৈরি এই ধাতু দিয়ে বানানো গয়না তাঁর শরীরে স্থান পায় । বাপ্পি লাহিড়িকে যখনই দেখা গেছে তাঁর গলায় অসংখ্য সোনার চেন , হাতে সোনার বিভিন্ন অলঙ্কার সজ্জিত থাকতেন তিনি ।

২০১৪ সালে নির্বাচনের জন্য সম্পত্তির ডিক্লারেশনে তিনি জানিয়েছিলেন তাঁর কাছে ৭৫৪ গ্রাম সোনা রয়েছে৷ সোনার গয়না ছাড়া দামি গাড়ির প্রতিও দারুণ আকর্ষণ ছিল৷ তিনি মহারাষ্ট্রের মুম্বইতে ২০০১ বাড়ি কেনেন৷ তাঁর বাড়ির ভ্যালু ৩.৫ কোটি টাকার৷ বাপ্পি লাহিড়ির ৫ টি অত্যন্ত দামি গাড়ির মধ্যে বিএলডাব্লু, আউডি-র মতো গাড়ি ছিল৷ তাঁর কাছে ৫৫ লক্ষ টাকার টেসলা গাড়িও ছিল৷

বাপ্পি লাহিড়ির মোট সম্পত্তির পরিমাণ ৩ মিলিয়ন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় ২২ কোটি টাকার সম্পত্তি৷ বাপ্পি লাহিড়ির মাসিক আয় ২০ লক্ষ টাকা এবং বাৎসরিক আয় ২ কোটি টাকারও বেশি ছিল৷ বিভিন্ন মিউজিক কম্পোজিশনের পাশাপাশি স্টেজ শো-থেকে প্রচুর রোজগার করতেন৷ তিনি সিনেমার একটা গানের জন্য ৮ থেকে ১০ লক্ষ টাকা পারিশ্রমিক নিতেন৷ এই তথ্য কারনলেজে-২০২১ -র হিসাব অনুযায়ি৷

 

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!