Advertisement
  • এই মুহূর্তে
  • এপ্রিল ২৩, ২০২২

বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী নাজিয়া সালিমকে সম্মান গুগল-এর

২০২০ সালে আজকের দিনে নাজিয়া সালিমের আঁকা একটি ছবি বারজিল আর্ট ফাউন্ডেশনে এ প্রদর্শিত হয়

আরম্ভ ওয়েব ডেস্ক
বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী নাজিয়া সালিমকে সম্মান গুগল-এর

গুগল তার ডুডুলের মাধ্যমে এবার সম্মান জানাল ইরাকের সমসাময়িক চিত্রশিল্পী, অধ্যাপক নাজিয়া সালিমকে । তিনি যে ধারায় ছবি আঁকতেন তা ফুটিয়ে তোলা হয়েছে ডুডুলে । এছাড়াও তাঁর যে অবদান সেবিষয়েও ফুটিয়ে তোলা হয়েছে।২০২০ সালে আজকের দিনে নাজিয়া সালিমের আঁকা একটি ছবি বারজিল আর্ট ফাউন্ডেশনে এ প্রদর্শিত হয়। এবং মহিলা শিল্পী বিভাগে তিনি সম্মানিত হন ।

দুটি ছবি মিলিয়ে ডুডল তৈরি করা হয়েছে । একটিতে সালিম তার ছবি আঁকার তুলি নিয়ে বসে রয়েছেন আর অন্য একটি ছবিও রয়েছে এর সঙ্গে । যেখানে গ্রামীণ ইরাকের এক মহিলার ছবি এবং তাঁর জীবনকাহিনী তুলে ধরেছেন সালিম। বিভিন্ন ধরনের উজ্জ্বল রং এবং ব্রাস স্ট্রোকের মাধ্যমে ওই ছবিটি আঁকা হয়েছে।

এক ইরাকি পরিবারে জন্মগ্রহণ করেন নাজিয়া। পরিবারের অনেকেই অঙ্কন শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন। খুব ছোটো থেকে তিনিও বিভিন্ন ধরনের ছবি আঁকতেন। এরপর তিনি বাগদাদ ফাইন আর্টসে ভর্তি হয়েছিলেন। সেখান থেকে স্নাতকে উত্তীর্ণ হন । এরপর তিনি ছিলেন প্রথম মহিলা যিনি স্কলারশিপ পেয়ে প্যারিসের ন্যাশনল স্কুল অফ ফাইন আর্টস-এ উচ্চশিক্ষা লাভ করেন।প্যারিসে তিনি ফ্রেসকো এবং মুরাল পেন্টিং-এর উপর স্পেশালাইজেশন করেন। এরপর বিভিন্ন দেশে তিনি নিজের বিভিন্ন কাজ করেছেন।

বিশ্বের বিভিন্ন দেশে কাজ করার পর নাজিয়া সালিম ফের বাগদাদ ফিরে আসেন। এবং একটি ফাইন আর্টস প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন। অবসর নেওয়া পর্যন্ত তিনি সেখানেই কাজ করবেন বলে জানিয়েছেন।

 


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!