Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ৩১, ২০২৩

একাধিক সাংসদের মোবাইলে অ্যাপলের সতর্কবার্তা। তদন্তের নির্দেশ দিলেন কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

আরম্ভ ওয়েব ডেস্ক
একাধিক সাংসদের মোবাইলে অ্যাপলের সতর্কবার্তা। তদন্তের নির্দেশ দিলেন কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

মঙ্গলবার বিরোধী দলের একাধিক সাংসদের মোবাইলে অ্যাপলের সতর্কবার্তা নিয়ে তন্তের নির্দেশ দিলেন কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মঙ্গলবার ফোন হ্যাক নিয়ে বিরোধীরা যখন নরেন্দ্র মোদির সরকার ও প্রধানমন্ত্রীকে সমালোচনায় বিদ্ধ করছেন, তখন এই কথা জানান কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেন, অ্যাপলের ওই সতর্কবার্তা শুধু ভারতে নয় আরও অন্তত ১৫০টি দেশে গিয়েছে। তবে একই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, কেন ওই সতর্কবার্তা এল, তা জানতেই তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্র।

মঙ্গলবার কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মধ্যপ্রদেশের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানেই কেন্দ্রীয় মন্ত্রীকে আইফোন হ্যাকিংয়ের সতর্কবার্তা নিয়ে প্রশ্ন করা হলে জবাবে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, অ্যাপলের ওই বার্তার বক্তব্যের জন্য কেন্দ্রকে দোষারোপ করা অনুচিত। ওই বার্তা আরও অন্তত দেড়শোটি দেশে গিয়েছে। সব সময় এমন সতর্কবার্তা সত্যি হয় তা নয়। এই বার্তাও সেইরকম ‘ফল্স অ্যালার্ম’ হতে পারে।’’ তবে একই সঙ্গে মন্ত্রী জানান, ওই বার্তা কেন এল, তা জানতেই তদন্তের নির্দেশ দিয়েছে সরকার।

তৃণমূলের কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র মঙ্গলবার সকালে প্রথম তাঁর আইফোন হ্যাকিং সংক্রান্ত সতর্কবার্তা পাওয়ার কথা নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। তার খানিক পরে জানা যায় একা মহুয়াই নয়, তাঁর সঙ্গে শিবসেনার মুখপাত্র প্রিয়ঙ্কা চতুর্বেদী, কংগ্রেস সাংসদ শশী থারুর, আপ সাংসদ রাঘব চড্ডা, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, সিপিএম সাংসদ সীতারাম ইয়েচুরি এবং কংগ্রেসের পবন খেরাও অ্যাপলের সতর্কবার্তা পেয়েছেন। মহুয়া মৈত্র এক্স হ্যান্ডলে লেখেন এটা জরুরি অবস্থার থেকেও খারাপ পরিস্থিতি ! পরে কংগ্রেস সাংসদ রাহুল  সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রের বিজেপি সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিঁধে বলেন, মোবাইল হ্যাকের চেষ্টা আসলে আদানিকে আক্রমণের ফল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আত্মা আসল ক্ষমতা নিহিত রয়েছে আদানি নামের তোতাপাখির মধ্যে। তাই হ্যাকিংয়ের নামে বিরোধীদের সন্ত্রস্ত করে আদানি আক্রমণ থেকে তাদের মনযোগ সরাতে চাইছে নরেন্দ্র মোদি সরকার। যদিও কেন্দ্রের তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!