Advertisement
  • দে । শ
  • ডিসেম্বর ২৬, ২০২৪

সরকারি উদ্যোগে লোকসংস্কৃতি ও যাত্রা উৎসব বসিরহাটে

আরম্ভ ওয়েব ডেস্ক
সরকারি উদ্যোগে লোকসংস্কৃতি ও যাত্রা উৎসব বসিরহাটে

খোলা মাঠে যাত্রা দেখার আমেজ ফিরল সরকারি উদ্যোগে। সম্প্রতি লোক সংস্কৃতি, আদিবাসী সংস্কৃতি ও যাত্রা উৎসব ঘিরে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেল বসিরহাটে। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় , বসিরহাট মহকুমা প্রশাসন ও বসিরহাট ১ পঞ্চায়েত সমিতির সহযোগিতায় অনুষ্ঠিত হল ৩ দিনের লোক সংস্কৃতি, আদিবাসী সংস্কৃতি ও যাত্রা উৎসব। এই উপলক্ষে বসিরহাট ১ ব্লকের সংগ্রামপুর সাহিত্য সঙ্ঘ মাঠে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত বিধাননগর পুরনিগমের চেয়ারপার্সন সব্যসাচী দত্ত, উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের সহ সভাধিপতি বীনা মন্ডল, বিধায়ক ডাঃ সপ্তর্ষি ব্যানার্জি, বসিরহাটের মহকুমা শাসক আশিস কুমার, জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক পল্লব পাল, মহকুমা তথ্য সাংস্কৃতিক আধিকারিক রমারানি দত্ত প্রমুখ।

বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত বলেন, মমতা ব্যানার্জির সরকার যতদিন থাকবে বাংলার লোক সংস্কৃতি, লোকশিল্প ,‘‌ আদিবাসী সংস্কৃতির বিকাশ ঘটবে। এভাবে জেলায় জেলায় লোকশিল্পের প্রসার আগে কখনও হয়নি।’‌ তিনি বলেন, ‘‌ডিজিটাল মাধ্যম নাটক, যাত্রার ক্ষত্রে আঘাত করেছে। তা থেকে নাটক, যাত্রাকে এগিয়ে নিয়ে জেতে সরকারি উদ্যোগে যাত্রা, নাটকের উৎসব হচ্ছে । সেখানে মানুষের বিনোদনের পাশাপাশি শিল্পচর্চার বিকাশ সম্ভব হচ্ছে।’‌ ৩ দিনের উৎসবে বাউল, ভাটিয়ালি, আদিবাসী নৃত্য পূর্ব বর্ধমানের রায়বেঁশে, লোক সঙ্গীত, লোকনৃত্যের আসর মাতান বিশিষ্ট লোক শিল্পীরা। রাজ্য সরকারের লোক প্রসার প্রকল্পের শিল্পীদের অনুষ্ঠানও মনোগ্রাহী হয়ে ওঠে। কলকাতার নামী অপেরার প্রযোজনায় যাত্রা পালা মঞ্চস্থ হয়। শীতের কামড় উপেক্ষা করে মাঠে বসে যাত্রা দেখার সুযোগ পেলেন কয়েক হাজার মানুষ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!