Advertisement
  • বৈষয়িক
  • মার্চ ২২, ২০২২

এবার আইডিবিআই বিক্রির পথে কেন্দ্র ।

এবার আইডিবিআই বিক্রির পথে কেন্দ্র ।

আইডিবিআই ব্যাঙ্কের অংশীদারিত্ব বিক্রি করার আয়োজন শুরু করেছে কেন্দ্র। সোমবার সংসদে এই তথ্য জানিয়েছেন, অর্থ প্রতিমন্ত্রী ভাগবত কারাদ। বলেছেন, আগ্রহী বিনিয়োগকারীদের আগ্রহের মূল্যায়ন করার জন্য রোড শো আয়োজন করা হচ্ছে। পিটিআই-এর খবর, আগামী মাসের শেষের দিকে আইডিবিআই তার অংশীদারিত্বে বিনিয়োগের জন্য আগ্রহ প্রকাশের আগ্রহ প্রকাশের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে। এই খবর ছড়িয়ে পড়ার পর গতকাল ব্যাঙ্কের শেয়ার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ৪.৪৩ শতাংশ বেড়ে ৪৪.৭৫ টাকা হয়েছে। ব্যাঙ্কের প্রায় ২৬% শতাংশ শেয়ার বিক্রি হতে পারে । পরে সরকার তার পুরো শেয়ার বিক্রির কথা ভাববে। অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি গত বছরের মে মাসে আইডিবিআই ব্যাঙ্কে কৌশলগত বিনিয়োগ এবং ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ হস্তান্তরের জন্য নীতিগত অনুমোদন দিয়েছিল। সরকার ও এলআইসি আইডিবিআই-এর ৯৪ শতাংশের বেশি ইক্যুইটির মালিক। এলআইসির শেয়ার ৪৯.২৪ শতাংশ এবং সরকারি ব্যাঙ্কের ৪৫.৪৮ শতাংশ । বর্তমানে ব্যাঙ্কের নন-প্রমোটার শেয়ারহোল্ডিং দাঁড়িয়েছে ৫.২৯ শতাংশ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!