Advertisement
  • দে । শ
  • অক্টোবর ২৭, ২০২৩

বিশ্বভারতীর ফলক সংশোধনে রাজ্যপালের হস্তক্ষেপ,সহ উপাচার্যের কাছে ব্যাখ্যা তলব

আরম্ভ ওয়েব ডেস্ক
বিশ্বভারতীর ফলক সংশোধনে রাজ্যপালের হস্তক্ষেপ,সহ উপাচার্যের কাছে ব্যাখ্যা তলব

বিশ্বভারতীতে স্থাপিত ফলক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম বাদ দেওয়ার বিরুদ্ধে তৃণমূল শুক্রবার আন্দোলনে নেমে বিক্ষোভ দেখিয়েছে।  ইউনেস্কো শান্তিনিকেতনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করার পর বিশ্বভারতীতে একটি ফলক স্থাপন করা হয়। তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিশ্বভাররির উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নাম খোদিত থাকলেও বাদ পড়েছে শান্তিনিকেতনের স্থপতি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টিকে বড় রাজনৈতিক ইস্যু করে বৃহস্পতিবার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন। এবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস, যিনি তিনি বিশ্ববিদ্যালয়ের রেক্টর, তিনি এই বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন এবং সহ উপাচার্যের কাছে ব্যাখ্যা দাবি করেছেন, কেন রবীন্দ্রনাথের নাম ফলক থেকে বাদ গেছে।

মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর তৃণমূল নেতা এবং কর্মীরা শুক্রবার সকাল ১১ টা থেকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কাছে জমায়েত হয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখতে শুরু করে।

রাজভবনের সূত্র জানিয়েছে, রাজ্যপাল রবীন্দ্রনাথ ঠাকুরের নাম বাদ দেওয়ার বিষয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর কাছে ব্যাখ্যা দাবি করার পরে, বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী রাজ্যপালের কাছে স্পষ্ট করেছেন যে ফলকে খোদাই করা লেখাটি ভারত সরকারের প্রত্নতত্ত্ব বিভাগে জমা দেওয়া হয়েছিল অনুমোদনের জন্য।
রাজভবন সূত্রে জানা গেছে, রাজ্যপাল সি ভি আনন্দ বোস উপাচার্যকে ইঙ্গিত দিয়ে বলেছেন  “গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর হলেন বাংলা, ভারত এবং মানবতার মহানুভবতার প্রতীক, স্থাপন করা নতুন ফলকগুলিতে তাঁর নাম খোদিত করে তাঁকে সম্মানিত করা উচিত।

এর আগেই  বৃহস্পতিবার, মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেছিলেন, “শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরের জন্যই শান্তিনিকেতন ইউনেস্কোর হেরিটেজ ট্যাগ পেয়েছে আর কেন্দ্রীয় সরকার ফলক থেকে তাঁর নামই মুছে দিয়েছে। দুর্গা পূজা উদযাপনের কারণে আমরা নীরব ছিলাম। শুক্রবার সকাল ১০টা থেকে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের ছবি গলায় ঝুলিয়ে তৃণমূলের বীরভূম জেলার নেতা-কর্মীরা বিক্ষোভ-আন্দোলনে নামবেন।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!