Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ৪, ২০২৪

মুখ্যমন্ত্রীর সঙ্গে জুড়ল দুই নেতার নাম। হাইকোর্টে মানহানির মামলা বোসের

আরম্ভ ওয়েব ডেস্ক
মুখ্যমন্ত্রীর সঙ্গে জুড়ল দুই নেতার নাম। হাইকোর্টে মানহানির মামলা বোসের

বুধবার পদ্ধতিগত ত্রুটির কারণে মানহানির মামলা বাতিল হয়ে গেলেও এবার আবার আটঘাট বেঁধে নামলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার শুধু মুখ্যমন্ত্রী নন, তাঁর সঙ্গে কুণাল ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে মানহানির মামলা করলেন রাজ্যপাল ।
রাজ্যপালের আইনজীবী ধীরাজ ত্রিবেদী বুধবার আদালতে একাধিক সংবাদপত্র, ভিডিও ফুটেজসহ বেশ কিছু তথ্য পেশ করেন। তিনি কোর্টে বলেন, রাজ্যপালকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রীর কিছু বক্তব্যে তাঁর মানহানি হয়েছে।

বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চ জানতে চায়, ওই সংবাদমাধ্যমগুলিকে পার্টি করা হয়েছে কিনা। এর জবাবে বাদী পক্ষের আইনজীবী বলেন, সব তথ্য সম্বলিত ভিডিও ইউটিউবে খুঁজলে পাওয়া যাবে। সেটা সবার জন্য উন্মুক্ত। ইতিমধ্যে রাজ্যপালের ওএসডি-সহ তিন জনকে ১৬০তে নোটিশ দিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।

সম্প্রতি রাজ্য বিধানসভা উপ নির্বাচনে নব নির্বাচিত বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে রাজ ভবনে শপথের জন্য ডেকে পাঠান রাজ্যপাল। তবে সায়ন্তিকা রাজি হননা। তিনি জানান, বিধানসভাতেই শপথ নেবেন তিনি। সে পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন যে, রাজভবনের সাম্প্রতিক ঘটনায় আতঙ্কিত বিধায়ক এখন সেখানে যেতে ভয় পাচ্ছেন।

ফলে স্বভাবতই ক্ষুব্ধ রাজ্যপাল জানান, যারা আত্মসম্মান নিয়ে যারা প্রশ্ন তুলবে তাঁদের ফল ভুগতে হবে। মুখ্যমন্ত্রীকে ‘সাংবিধানিক সহকর্মী’ রূপে আখ্যা দিয়ে তিনি বলেন, যদি কেউ আমার সম্মান নষ্টের চেষ্টা করেন , তাহলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেব।’ তখন তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলার পদক্ষেপের কথা জানান।

হাইকোর্টে বিচারপতি কৃষ্ণ রাওয়ের এজলাসে প্রেজেন্টেশন করতে চেয়ে আর্জি জানালেন রাজ্যপালের আইনজীবী ধীরজ ত্রিবেদী , যা গ্রহণ করেছেন বিচারপতি। আগামী বুধবার প্রেজেন্টেশন দেওয়ার অনুমতি দিয়েছে কোর্ট।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!