Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ২১, ২০২৩

সাংবিধানিক প্রধানের দায়িত্বে বছর পূর্ণ।রাজ্যে হিংসা ও দুর্নীতি বন্ধ করতে বার্তা বোসের

আরম্ভ ওয়েব ডেস্ক
সাংবিধানিক প্রধানের দায়িত্বে বছর পূর্ণ।রাজ্যে হিংসা ও দুর্নীতি বন্ধ করতে বার্তা বোসের

আগামী ২৩ নভেম্বর এই রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের এক বছর পূর্ণ হবে রাজ্যপাল সিভি আনন্দ বোসের। সেই উপলক্ষ্যে রাজভবনে সাংবাদিক সম্মেলনে রাজ্যের রাজ্যপাল বললেন, “আমি বলছি না গত একবছরে রাজ্যে যে সব ঘটনা ঘটেছে তার পিছনে প্রশাসন বা রাজ্য সরকার সরাসরি জড়িত ছিল বা আছে। আমি চাই হিংসা ও দুর্নীতি বন্ধ করতে। তাই আবারও রাজ্যবাসীর কাছে আবার আবেদন, ঘুষ নেবেন না, ঘুষ দেবেন না।” এদিন রাজ্য-রাজ্যপাল সম্পর্ক নিয়েও মুখ খোলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বলেন, “রাজ্য সরকার  ও রাজভবন-এর মধ্যে যে ধরনের সংঘাতের কথা বাইরে শোনা যায়, তেমন সংঘাত রাজ্য-রাজ্যপালের মধ্যে নেই। মুখ্যমন্ত্রী–রাজ্যপালের মধ্যে সম্পর্কের কয়েকটি স্তর থাকে। মুখ্যমন্ত্রী মানুষের চাহিদা মেটাবেন। রাজ্যপাল এই বিষয়টা সাংবিধানিকভাবে নজরদারি করবেন। তবে উভয়কেই আইন মেনে চলতে হবে। তবে এই কাজ করার ক্ষেত্রে পরস্পরের প্রতি সম্মান থাকলে কাজ ভাল হয়।”

এদিন রাজ্যপালকে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন, “বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আমি মানসিক ভাবে আছি। এই সম্মেলনে যে আমাকে ডাকতেই হবে সেটা নয়। পশ্চিমবঙ্গের সব ভালো এবং উন্নয়নমূলক কাজে আমি আছি।” প্রসঙ্গত সপ্তম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে এবার রাজ্যপাল সিভি আনন্দ বোসকে আমন্ত্রণ জানানো হয়নি।
এদিন রাজ্যপাল জানান, এখন থেকে সপ্তাহে একদিন সাধারণ মানুষের সঙ্গে রাজভবনে একদিন মধ্যাহ্নভোজ সারবেন। এই অনুষ্ঠানের নাম রাজ্যপাল রেখেছেন “মিল উইথ গভর্নর।”

রাজ্যপাল এদিন রাজভবন থেকে সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারের প্রতি কিছু বার্তা দেন। তিনি বলেন, রাজ্য-রাজ্যপাল উভয়ের  প্রতি পারস্পরিক সম্মান প্রদর্শন প্রয়োজন। আর মনে রাখা উচিত কেউ ঘুষ দেব না কেউ ঘুষ নেব না। রাজ্যের শাসক দলের মন্ত্রী, বিধায়কদের কেউ কেউ যখন দুর্নীতির দায়ে জেলে, তখন রাজ্যপালের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!