Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ৭, ২০২৩

“প্রতিবাদ রাজভবনের ভিতরে এসে করতে পারেন”, দিল্লি থেকে ফিরেই মমতাকে বার্তা বোসের

আরম্ভ ওয়েব ডেস্ক
“প্রতিবাদ রাজভবনের ভিতরে এসে করতে পারেন”, দিল্লি থেকে ফিরেই মমতাকে বার্তা বোসের

রাজ্যের  বিশ্ববিদ্যালয়গুলিতে অন্তর্বর্তী  উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য–রাজ্যপাল সংঘাত এখন চূড়ান্ত জায়গায় পৌঁছেছে। এই আবহে শিক্ষক দিবসে চরম হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল সিভি আনন্দ বোসের উদ্দেশে বেলাগাম সমালোচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেছিলেন, বিশ্ববিদ্যালয় গুলি রাজ্যপালের কথা শুনে চললে টাকা বন্ধ করে দেবেন। এমনকী রাজভবনের বাইরে ধরনায় বসবেন তিনি। বৃহস্পতিবার দিল্লি থেকে ফিরে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের উত্তর দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালের পাল্টা মন্তব্যের পরও আবার তা নিয়ে নতুন করে রাজনৈতিক মহলে আলোচনা-পর্যালোচনা শুরু হয়েছে।

এদিন মুখ্যমন্ত্রীর রাজভবনের বাইরে ধরনায় বসার হুঁশিয়ারিকে স্বাগত জানিয়ে রাজ্যপাল বলেছেন, “বাইরে নয়, যা প্রতিবাদ করার রাজভবনের ভিতরে এসে করতে পারেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে সহযোগিতা করব যা দরকার তা নিয়ে।” তারপর হাতজোড় করে রাজ্যের সাংবিধানিক প্রধান বলেন, ‘”মুখ্যমন্ত্রীকে আমি করজোড়ে স্বাগত জানাচ্ছি।”

অন্যদিকে আজ সংঘাতের আবহ থেকে কিছুটা সরে দাঁড়াতে চেয়ে বার্তা দিয়েছেন রাজ্যপাল। রাজ্যপালের বক্তব্য, “আমার বাংলার জনগণকে কিছু বলার আছে। আমি বাংলায় আমার বক্তব্য মিডিয়ার কাছে পৌঁছে দেব বাংলার ভাইবোনেদের জন্য। ক্যাম্পাস যেন ক্যাম্পাসই থাকে। সেখানে কোনওরকম হিংসার জায়গা নেই। আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বাংলার মানুষ এবং ভাইবোনেদের আপনাদের মাধ্যমে ‌জানিয়ে দেব। রাজভবন থেকে তা সমস্ত সংবাদমাধ্যমের কাছে পৌঁছে যাবে। সব বিষয়গুলি নিয়েই সেখানে লেখা থাকবে।” অর্থাৎ রাজ্যপালের এই বতব্য থেকে বোঝা যাচ্ছে, আর একটি প্রেস বিবৃতি আসতে চলেছে। এখন দেখার সেখানে ঠিক কী উল্লেখ করা থাকে।

আচার্যকে এদিন প্রশ্ন করা হয়, মুখ্যমন্ত্রী বলেঋেন,  অর্থনৈতিক বাধা তৈরি করবেন, যদি কলেজ-বিশ্ববিদ্যালয় আপনার পরামর্শ শুনে চলে, এমনকি রাজভবনের বাইরে ধরনায় বসবেন বলেও বলেছেন। এই প্রসঙ্গে আপনি কি বলবেন?‌

সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, ‘‌ক্যাম্পাস ইন্টেলেকচুয়াল ভায়োলেন্সের শিকার। বিশ্ববিদ্যালয়কে ঘিরে যে শিক্ষা মাফিয়া চক্র গড়ে উঠেছে তাদেরকে উচিত শিক্ষা দিতে হবে। বিশ্ববিদ্যালয় কখনও নরখাদকদের আখড়া হতে পারে না। এছাড়া যা বলার আছে তা শীঘ্রই বিবৃতির মাধ্যমে আপনাদের পৌঁছে দেওয়া হবে। আর আমার সাংবিধানিক সহকর্মী মুখ্যমন্ত্রী যা প্রতিবাদ করতে চান তা রাজভবনের ভিতরে এসে করুন। আমি দু’‌হাত জড়ো করে তাঁকে স্বাগত জানাচ্ছি।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!