Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ২৮, ২০২৩

প্রতিকূল আবহাওয়া।স্থগিত রাজ্যপালের কোচবিহার সফর

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রতিকূল আবহাওয়া।স্থগিত রাজ্যপালের কোচবিহার সফর

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জন্য রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বুধবার কোচবিহার যাওয়া স্থগিত হল। এদিন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের সঙ্গে বৈঠক শেষে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের হেলিকপ্টারে কোচবিহার যাওয়ার কথা ছিল। বৈঠক শেষে বেলা তিনটেয় হেলিকপ্টারে রাজ্যপালের কোচবিহার যাওয়ার কথা ছিল। তবে প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জন্য তাঁর কোচবিহার যাত্রা বাতিল হয়।

রাজ্যপালের আগামীকাল মুর্শিদাবাদ যাওয়ার কথা। তিনি কোচবিহার হয়ে মুর্শিদাবাদ যাবেন কি না সেই বিষয়ে যদিও কিছু জানা যায়নি।

বুধবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বৈঠক শেষে রাজ্যপাল বলেছেন, “পঞ্চায়েত নির্বাচনে যেখানে সংঘর্ষ হবে সেই গ্রাউন্ড জিরোতে আমি চলে যাব।”
সেই ঘোষণা মতোই রাজ্যপালের পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত কোচবিহারে যাওয়ার কথা ছিল। এর আগে আমরা দেখেছি পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ভাঙড়, ক্যানিংয়ের মতো এলাকার যেখানে সংঘর্ষ সংঘটিত হয়েছে সেখানে পৌঁছে গিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। পুরুলিয়ার আদ্রায় টাউন তৃণমূল সভাপতি ধনঞ্জয় চৌবের মৃত্যুর পর তাঁর বাড়িতে ফোন করে মৃত তৃণমূল নেতার দাদার সঙ্গে কথা বলে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!