Advertisement
  • দে । শ
  • সেপ্টেম্বর ১০, ২০২৩

মধ্যরাতে মুখবন্ধ খামে কেন্দ্র ও রাজ্যকে বোসের চিঠি

আরম্ভ ওয়েব ডেস্ক
মধ্যরাতে মুখবন্ধ খামে কেন্দ্র ও রাজ্যকে বোসের চিঠি

ফাইলচিত্র

রাজ্যপাল সি ভি আনন্দ বোস ‘অ্যাকশন’ নেবেন বলে মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করতে বলেছিলেন। সেই ‘অ্যাকশন’ তিনি নিলেন!  কিন্তু কী সেই ‘অ্যাকশন’? তা জানা তো গেলই না উল্টে তা নিয়ে রহস্য এবং জল্পনা আরও ঘনীভূত হল।
রাজভবন থেকে মধ্যরাতের কিছু আগেই শনিবার রাত ১১টা ৪২ মিনিটে জানানো হয়েছে রাজ্যপাল কোনও বার্তা পাঠিয়েছেন নবান্নে। সেই বার্তা গিয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে। মুখবন্ধ খামে গোপন বার্তা পাঠিয়েছেন বোস। কিন্তু তাতে কী রয়েছে তার কোনও ইঙ্গিতও দেয়নি রাজভবন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!