- দে । শ প্রচ্ছদ রচনা
- জুন ১৯, ২০২৩
“পিস রুম” তদারকিতে রাজ্যপাল।রাজভবনে বিরামহীন অভিযোগের ফোন

ফাইলচিত্র
রাজভবনে “পিস রুম” তদারকি করছেন রাজ্যপাল। তিনি সোমবার “পিস রুম” থেকে বলেন, “রাজ্যে শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচন যাতে হয় তার জন্য এই “পিস রুম” খোলা হয়েছে। যা করছি সংবিধানের এক্তিয়ারের মধ্যে থেকেই করছি। রাজ্য নির্বাচন কমিশন শান্তিতে নির্বাচন করবে। তবে কমিশনারকে ভুলে গেলে চলবে না রাজ্যপাল তাঁকে ওই পদে বসিয়েছেন। তাই নির্বাচনে যদি কোনও বিরূপ পরিস্থিতি তৈরী হয় তাতে রাজ্যপাল নীরব থাকতে পারেন না।”
রাজ্যপাল এক্তিয়ার বহির্ভূত কাজ করছেন। ভোটের সময় বিজেপিসহ বিরোধীদের উৎসাহ দিচ্ছেন। তিন/চার বুথে বিরোধীদের পরিকল্পিত অশান্তি। আমাদের কর্মীদের মৃত্যু। বাকি গোটা রাজ্য স্বাভাবিক। বিরোধীরা এযাবৎকালের সর্বাধিক মনোনয়ন দিয়েছেন। রাজ্যপাল এসব ঢাকা দিয়ে বিরোধীদের চেয়ারম্যান সাজছেন।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) June 17, 2023
শনিবার থেকে সোমবার বেলা একটা পর্যন্ত ৩০০+ অভিযোগ এই “পিস রুম”-এ জমা পড়েছে। তাতে যে অভিযোগ আসছে তার মূল বিষয় হচ্ছে মনোনয়ন জমা দিতে না দেওয়া। মনোনয়ন প্রত্যাহার করতে চাপ দেওয়া। এমন কি এই “পিস রুম”-এ হুমকি ফোনও একটি এসেছে বলে এই “পিস রুম”-এর কর্মীরা বলেছেন। রাজভবনের এই “পিস রুম” -এ যে অভিযোগ ফোনে এবং মেল -এ আসছে তা সরাসরি রাজ্যের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে।
এদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী এই প্রসঙ্গে বলেছেন, “কুণাল ঘোষ কি বলেছেন তার জবাব আমি দেব না। আমার কথা রাজ্যপাল এখানে ওখানে না ঘুরে আগে যদি এই বিষয়টি ভেবে দেখতেন তাহলে ভালো হতো। তিনি কার কথায় এমন একজন নির্বাচিন কমিশনারকে নিয়োগ করলেন? জানি না এই “পিস রুম” করে কতটা কাজ হবে।”
কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী বলেছেন, “কুণাল ঘোষের রাজ্যপালের এক্তিয়ার সম্পর্কে কোনও ধারণা নেই। তিনি রাজ্যের প্রথম নাগরিক। তাঁর সম্পর্কে বলার আগে একটু ভেবে দেখা উচিত। মদন মিত্র যে ভাষায় রাজ্যপালকে আক্রমণ করেছেন সেটা কোনও রাজনৈতিক নেয়া পক্ষে করা উচিত নয়। রাজ্যপালের এই “পিস রুম” মানুষকে সহায়তা , নিরাপত্তা দেবে।”
প্রসঙ্গত রাজ্যপাল রাজভবনে “পিস রুম” খোলার পর কুণাল ঘোষ রাজ্যপালের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে টুইট করে লিখেছেন, “রাজ্যপাল এক্তিয়ার বহির্ভূত কাজ করছেন। ভোটের সময় বিজেপি সহ বিরোধীদের উৎসাহ দিচ্ছেন। তিন/চার বুথে বিরোধীদের পরিকল্পিত অশান্তি। আমাদের কর্মীদের মৃত্যু।বাকি গোটা রাজ্য স্বাভাবিক। বিৰোধীৰ এযাবটলকালের মধ্যে সর্বাধিক মনোনয়ন দিয়েছেন। রাজ্যপাল এসব ঢাকা দিয়ে বিরোধীদের চেয়ারম্যান সাজছেন।”
❤ Support Us