Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ১, ২০২৪

মমতার দেখানো পথে এবার জন দুয়ারে বোস, মাসব্যাপী নয়া কর্মসূচি রাজ্যপালের

আরম্ভ ওয়েব ডেস্ক
মমতার দেখানো পথে এবার জন দুয়ারে বোস, মাসব্যাপী নয়া কর্মসূচি রাজ্যপালের

রাজ্য সরকারের ‘‌দুয়ারে সরকার’‌ প্রকল্প দারুণ জনপ্রিয় হয়েছে। মমতা ব্যানার্জির এই প্রকল্প দেখেই কি উদ্বুদ্ধ সিভি আনন্দ বোস?‌ ‘‌আপনা ভারত, জাগতা বেঙ্গল’‌ নামে এক কর্মসূচি নিয়েছেন বাংলার রাজ্যপাল। আমজনতার নানা সমস্যা দূর করতে এবার সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন সি ভি আনন্দ বোস। আগামী একমাস ধরে তিনি জনতার দুয়ারে দুয়ারে ঘুরবেন।

২০২২ সালের নভেম্বরে বাংলার রাজ্যপালের দায়িত্ব গ্রহণ করেছিলেন আনন্দ বোস। ২৩ নভেম্বর তাঁর মেয়াদের ২ বছর পূর্তি হতে চলেছে। এই উপলক্ষ্যে একগুচ্ছ কর্মসূচি নিয়েছেন তিনি। ১ নভেম্বর থেকে ‘‌আপনা ভারত, জাগতা বেঙ্গল’‌ শুরু হল। আগামী একমাস এই কর্মসূচি চলবে। রাজভবনের পক্ষ থেকে রাজ্যপালের কর্মসূচির কথাও জানানো হয়েছে। কর্মসূচিতে রাজ্যপাল আনন্দ বোস মানবপাচার রোধ, মাদকের ব্যবহার বন্ধ করা, নারীর ক্ষমতায়ন এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার মতো বিষয়গুলির উপর অত্যাধিক গুরুত্ব আরোপ করবেন। ‘‌আপনা ভারত, জাগতা বেঙ্গল’‌ কর্মসূচিতে যুবসমাজ যাতে সানন্দে যোগদান করে এবং সাংস্কৃতিক ও শিক্ষামূলক উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করা হয়, সেই বিষয়েও খেয়াল রাখবেন রাজ্যপাল। আনন্দ বোসের আশা এই কর্মসূচিতে রাজ্যের সর্বাঙ্গীন উন্নতি হবে।

‘‌আপনা ভারত, জাগতা বেঙ্গল’‌ কর্মসূচিতে রাজ্যপাল রাজ্যের মোট ২৫০টি জায়গা পরিদর্শন করবেন। মূলত রাজ্যের অনুন্নত এলাকাগুলিতে যাবেন আনন্দ বোস। পিছিয়ে পড়া এলাকার দরিদ্র মানুষের সঙ্গে কথা বলে তাঁদের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য প্রয়োজনীয় সাহায্য করবেন। এছাড়া রাজ্যের বিভিন্ন কলেজ এবং স্কুল পরিদর্শন করবেন। ছাত্র–ছাত্রীদের সঙ্গে কথা বলে সমস্যার কথা শুনবেন। শুধু বিভিন্ন এলাকা পরিদর্শন করাই নয়, এই একমাস কর্মসূচির মধ্যে রাজ্যের আমজনতা রাজ্যপালের সঙ্গে যোগাযোগ করতে পারেন। রাজ্যপাল তাঁদের কথা শুনবেন।

এছাড়া, ‘‌আপনা ভারত, জাগতা বেঙ্গল’‌ কর্মসূচির আওতায় নানা প্রকল্প হাতে নিয়েছেন আনন্দ বোস। রাজ্যপালের গোল্ডেন গ্রুপ, স্কলারশিপ প্রকল্প এবং রাজ্যপাল অ্যাওয়ার্ড স্কিম চালু করতে চলেছেন। এরই সঙ্গে শুধুমাত্র মেয়েদের জন্য ‘‌অভয়া প্লাস’‌ নামে একটি কোর্স চালু করা হচ্ছে। সেই কোর্সের অধীনে মেয়েদের আত্মরক্ষার পাঠ দেওয়া হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!