- এই মুহূর্তে
- জুলাই ১৩, ২০২২
দার্জিলিং-এ রাজ্যপাল জগদীপ ধনকড়, এক মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হতে পারে তাঁর ।

আজ বুধবার দার্জিলিং আসছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। জিটিএ নির্বাচনের পর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতেই পাহাড়ে পা রাখছেন রাজ্যপাল। পাহাড়েই রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বৃহস্পতিবার শপথগ্রহণ অনুষ্ঠানে এক মঞ্চে দেখা যেতেও পারে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে।
গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের (জিটিএ) নির্বাচনের পর পাহাড় সফরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার জিটিএর নবনির্বাচিত ৪৫ জন সদস্যের শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন তিনি। তবে চেয়ারম্যান পদে এখনও শপথ নেওয়া বাকি অনীত থাপার। তাছাড়া বিনয় তামাং সহকারী চেয়ারম্যান হিসেবে শপথ নেবেন কি না, তা নিয়েও জল্পনা চলছে। এমতাবস্থায় রাজভবনে অনীত থাপাকে শপথগ্রহণ করাতেই পাহাড়ে আসছেন জগদীপ ধনকড়। বাগডোগরা থেকে সড়কপথে দার্জিলিং পৌঁছনোর কথা তাঁর। যদিও শোনা যাচ্ছে, বৃহস্পতিবারের ওই অনুষ্ঠানে হয়তো থাকবেন না মমতা। তাই মুখ্যমন্ত্রীর সঙ্গে এক মঞ্চে রাজ্যপালকে দেখতে পওয়া যাবে কি না, তা মাত্র কিছু সময়ের অপেক্ষা ।জানা গিয়েছে, প্রোটোকল মেনেই এই অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন রাজ্যপাল। তিনিই চেয়ারম্যান পদের শপথগ্রহণ করাবেন। এর পাশাপাশি জিটিএ নিয়ে পুরো বিষয়টিও বুঝে নিতে চাইছেন ধনকড়। সেই কারণেই এই সফর।
এদিকে গত সোমবার পাহাড় সফরে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার শপথগ্রহণ অনুষ্ঠানের পর সোজা চলে যান নতুন ক্যাফে, কাফে হাউস উদ্বোধন করতে। তাঁর গলায় শোনা যায় রবীন্দ্র সংগীতও। এরপর রাস্তার ধারের একটি ফুচকার দোকানে গিয়ে নিজে হাতে বানান ফুচকা। খাওয়ান বাচ্চাদের। নিজেও চেখে দেখেন। বুধবারও জনসংযোগে জোর মমতার। এদিন সকালে দার্জিলিং ম্যালে হাঁটতে দেখা যায় তাঁকে। নেপালি কবি ভানুভক্তের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা তাঁর।
❤ Support Us