- প্রচ্ছদ রচনা
- ফেব্রুয়ারি ১৭, ২০২২
‘চলতি সপ্তাহে আসুন’—মমতাকে চিঠি পাঠালেন, সংঘাত মেটাতে চাইছেন ধনখড়?

রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে রাজ্য প্রশাসনের সংঘাত বার বার সামনে এসেছে। এমনকি রাজ্যপালের অপসারণের দাবিতে সংসদেও সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অ-বিজেপিশাসিত রাজ্যের রাজ্যপালদের অতিসক্রিয়তা নিয়েও মুখ খুলেছেন। তিনি কথা বলেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যলিনের সঙ্গেও। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠালেন জগদীপ ধনখড়।
চলতি সপ্তাহেই মুখ্যমন্ত্রীকে চিঠি নিখে রাজভবনে আসার অনুরোধ জানিয়েছেন তিনি। আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান হয়। তাই আলোচনা প্রয়োজন। এমনই বয়ানে রাজ্যপাল চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। টুইট করে সেকথা নিজেই জানিয়েছে জগদীপ ধনকড় । চিঠির বয়ান দেখে অনেকেই বলছেন, সংঘাত মেটাতে তৎপরতা দেখাচ্ছেন রাজ্যপাল।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ফোন করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনকে। তিনি রাজ্যপালের অতিসক্রিয়তা নিয়ে কথা বলেছেন। স্ট্যালিনকে অবিজেপি জোট আরও পোক্ত করার কথা বলেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় তা মনে করানোর পর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন টুইট করে সেই কথা সমর্থনও করেছেন।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন টুইটে লিখেছিলেন, পশ্চিমবঙ্গে রাজ্য বিধানসভার অধিবেশন সমাপ্তির কথা যেভাবে ঘোষণা করেছেন রাজ্যপাল, তা তাঁর মতো সাংবিধানিক প্রধানের কাছে অনাকাঙ্খিত। এবং তাঁর কাছ থেকে এমন নীতিবিরুদ্ধ আচরণ আশা করা যায় না। পাল্টা টুইট করে রাজ্যপাল জগদীপ ধনখড় লেখেন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর এই কঠোর পর্যবেক্ষণ সত্য-সংযুক্ত আদেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অধিবেশন সমাপ্ত করা হয়েছে রাজ্য মন্ত্রিসভার সঙ্গে আলোচনা করার পরই।
❤ Support Us