Advertisement
  • Uncategorized এই মুহূর্তে
  • এপ্রিল ৪, ২০২২

গ্র্যামির মঞ্চেও নেই লতা! স্মৃতিচারণায় নেই প্রয়াত কিংবদন্তির নাম, ক্ষুব্ধ ভারতীয়রা

আরম্ভ ওয়েব ডেস্ক
গ্র্যামির মঞ্চেও নেই লতা! স্মৃতিচারণায় নেই প্রয়াত কিংবদন্তির নাম, ক্ষুব্ধ ভারতীয়রা

অস্কারের মঞ্চের পর এবার গ্র্যামি পুরস্কার দেওয়ার অনুষ্ঠানে ও ব্রাত্য সুর সম্রাজ্ঞী । কোথাও কিংবদন্তি সংগীত শিল্পী লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়নি। এতেই ক্ষুব্ধ নেটিজেনদের একাংশ। বিষয়টিকে লজ্জাজনক আখ্যা দেওয়া হয়েছে।ভারতরত্ন লতা মঙ্গেশকর। চলতি বছরের ৮ জানুয়ারি তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। পরে জানা যায় শুধু ভাইরাস নয় নিউমোনিয়াতেও তিনি আক্রান্ত । একটানা মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৯২ বছরের শিল্পী। ৬ ফেব্রুয়ারি সেখানেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন ।

১৯৫০ থেকে দীর্ঘ কয়েক দশক ‘কোকিলকণ্ঠী’র গান মুগ্ধ করেছে দেশবাসীকে। লতা মঙ্গেশকরের নাম অস্কারের মঞ্চে তো উচ্চারণ করা হয়নি, গ্র্যামিতে প্রয়াত শিল্পীদের স্মৃতিচারণার সময়ও কিংবদন্তির নাম উল্লেখ করা হয়নি। পরে নাকি ওয়েবসাইটে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। এতেই ক্ষিপ্ত ভারতীয়দের একাংশ।

‘অস্কার ও গ্র্যামি পুরস্কার বৈচিত্র নিয়ে নানা প্রচার করে অথচ আশ্চর্যজনকভাবে কেউ প্রয়াত শিল্পীদের স্মৃতিচারণায় লতা মঙ্গেশকরের নাম রাখেনি।’ এমন কথা লিখে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। একজন লিখেছেন, ‘গ্র্যামির মেমোরিয়াম লতা মঙ্গেশকর নেই… অত্যন্ত লজ্জাজনক! কীভাবে বিশ্বখ্যাত একজন সংগীতশিল্পীকে বাদ দিতে পারেন আপনারা?’

এমনই টুইটে ভরে গিয়েছে টুইটার। ট্রেন্ডিং হয়েছে কিংবদন্তি শিল্পীর নাম। এদিকে গ্র্যামির মঞ্চে নজর কেড়েছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন গায়িকা ফাল্গুনী শাহ । ‘চিলড্রেন মিউজিক বিভাগে’ সেরার শিরোপা ছিনিয়ে নিল ফাল্গুনীর অ্যালবাম ‘আ কালারফুল ওয়ার্ল্ড।’ গ্র্যামির রেড কার্পেটে একাধিক ছবি পোস্ট করেছেন এ আর রহমান।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!