Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ১১, ২০২৪

বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উষ্মা মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী ভারতীয় প্রাক্তন সেনাকর্মীর

আরম্ভ ওয়েব ডেস্ক
বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উষ্মা মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী ভারতীয় প্রাক্তন সেনাকর্মীর

রাগ, যন্ত্রণা, অভিমান মিলেমিশে একাকার তামাম শরীরে। থর থর করে কাঁপছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের লড়াকু সৈনিকের সত্তরোর্ধ্ব শরীরটা। বাংলাদেশের সাম্প্রতিক অবস্থার কথা পাড়তে প্রথমটা গলা দিয়ে স্বরই বেরোচ্ছিল না কালনা শহরের আশ্রমপাড়ার বাসিন্দা সমরেন্দ্র কুমার মণ্ডলের। সে দেশে ‘ভারতের তেরঙা ঝাণ্ডার অবমাননা’ কিছুতেই মেনে নিতে পারছিলেন না মুক্তিযুদ্ধের সক্রিয় সৈনিক সমরেন্দ্র।উগরে দিলেন ক্ষোভ, ‘একটা দেশের মান-মর্যাদা সেই দেশের জাতীয় পতাকার সম্মানরক্ষার উপর নির্ভর করে। সেই পতাকার অবমাননা কিছুতেই মেনে নিতে পারছি না।’ প্রশ্ন তুললেন বাংলাদেশের বর্তমান প্রধান মহম্মদ ইউনূসের ভূমিকা নিয়ে। বললেন, ‘কী করছেন উনি? দেশের সব ধর্ম-বর্ণের মানুষকে সুরক্ষা দেওয়ার দায়তো ওনার। সেই দায়িত্ব পালনকে অগ্রাধিকার দিতে হবে।’

কালনা শহরের মিশন এলাকার বাসিন্দা প্রাক্তন ভারতীয় সৈনিক সমরেন্দ্র কুমার মন্ডল (৭২) খ্রিস্টান ধর্মাবলম্বী। তাঁর বয়স যখন ২২ বছর, তখন ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৭১ সালে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যোগ দেন। ভারতীয় সেনা হিসেবে ‘মিশন ক্যাকটাস লিলি’র শরিক ছিলেন। সেই উত্তাল সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে সমরেন্দ্রবাবুর বিস্ময়, ‘যে দেশটাকে ভারতীয় সৈনিকরা জীবন দিয়ে স্বাধীন করেছে, সেই দেশ আজ ভারতের সাহায্যের কথা ভুলে গেল !’ যোগ করলেন, ‘আমরা জান দিয়ে, জীবন দিয়ে যে দেশের স্বাধীনতা এনে দিয়েছি, সেই অবদান ওরা ভুলে গেল?’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!