Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ৬, ২০২৪

ঘোষিত হল মহিলাদের টি২০ বিশ্বকাপের সূচি, ৬ অক্টোবর সিলেটে ভারত–পাকিস্তান

আরম্ভ ওয়েব ডেস্ক
ঘোষিত হল মহিলাদের টি২০ বিশ্বকাপের সূচি, ৬ অক্টোবর সিলেটে ভারত–পাকিস্তান

ঘোষিত হল মহিলাদের টি২০ বিশ্বকাপের সূচি। ভারত ও পাকিস্তান দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হবে ৬ অক্টোবর। ৩ অক্টোবর ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে প্রতিযোগিতা। আর ভারত প্রথম ম্যাচ খেলতে নামবে ৪ অক্টোবর, নিউজিল্যান্ডের বিরুদ্ধে।
মহিলাদের বিশ্বকাপে এবছর মোট ১০ টি অংশ নেবে। এই ১০টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এ–তে ভারতের সঙ্গে রয়েছে পাকিস্তান, গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। যোগ্যতা অর্জন পর্ব থেকে একটা দল উঠে আসবে। অন্যদিকে, বি গ্রুপে আয়োজক বাংলাদেশ ছাড়াও রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও যোগ্যতা অর্জনকারী দল। প্রতিটা গ্রুপ থেকে দুটি করে দল সেমিফাইনালে যাবে।
৩ অক্টোবর ঢাকায় উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হবে মহিলাদের টি২০ বিশ্বকাপের আসর। প্রথম সেমিফাইনাল হবে ১৭ অক্টোবর সিলেটে। দ্বিতীয় সেমিফাইনাল হবে ১৮ অক্টোবর ঢাকায়। ‘‌এ’‌ গ্রুপের সব ম্যাচ হবে সিলেটে। ‘‌বি’‌ গ্রুপের ম্যাচ হবে ঢাকায়। গ্রুপ পর্বে প্রতিটা দল ৪টি করে ম্যাচ খেলবে। দুটি সেমিফাইনাল ও ফাইনালসহ বিশ্বকাপে মোট ২৩টি ম্যাচ হবে।
৪ অক্টোবর নিউজিল্যান্ড ও ৬ অক্টোবর পাকিস্তানের পর ভারত গ্রুপ লিগের তৃতীয় ম্যাচ খেলবে ৯ অক্টোবর যোগ্যতা অর্জনকারী দলের বিরুদ্ধে। গ্রুপ লিগে ভারতের শেষ ম্যাচ ১৩ অক্টোবর ৬ বারের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এদিকে, টি২০ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। আবুধাবিতে দুই দল বিশ্বকাপের বাছাই পর্বের সেমিফাইনালে উঠেছে। বাছাই পর্বের ফাইনালের ওপর নির্ভর করবে কোন দল কোন গ্রুপে খেলবে। এই প্রথমবার মহিলাদের টি২০ বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!