- দে । শ প্রচ্ছদ রচনা
- অক্টোবর ১৭, ২০২৫
গুজরাতে বিজেপির মন্ত্রিসভায় নতুন মুখ ১৯। শপথ নিলেন ক্রিকেটের জাডেজার স্ত্রী, উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংভি

গুজরাতে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলের মন্ত্রিসভায় ব্যাপক রদবদল আনল বিজেপি। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ছাড়া বাকি সমস্ত মন্ত্রীরা পদত্যাগ করেন। এরপর শুক্রবার দুপুরে গান্ধীনগরের রাজভবনে নতুন মন্ত্রিসভা গঠিত হয়। মোট ২৫ জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নেন, যার মধ্যে নতুন মুখ ১৯ জন। আগের মন্ত্রিসভার ছ’জনকে রাখা হয়েছে নতুন মন্ত্রিসভায়।
সবচেয়ে বেশি নজর কেড়েছেন ভারতের জাতীয় ক্রিকেটার রবীন্দ্র জাডেজার স্ত্রী রিভাবা জাডেজা, যিনি জামনগর উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক। তিনিও এদিন মন্ত্রী হিসেবে শপথ নেন।
গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি-কে উপমুখ্যমন্ত্রী করা হয়েছে। উল্লেখ্য, ২০২১ সালের সেপ্টেম্বরের পর এই প্রথম গুজরাতে কোনও উপমুখ্যমন্ত্রী নিযুক্ত হলেন।
শুক্রবার সকালে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল রাজ্যপাল আচার্য দেবরাট-এর সঙ্গে সাক্ষাৎ করে নতুন মন্ত্রীদের তালিকা জমা দেন। বিজেপি সূত্রে জানা গিয়েছে, ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের আগে নির্দিষ্ট রাজনৈতিক কৌশল মাথায় রেখেই এই রদবদল করা হয়েছে।
চলতি মাসের শুরুতেই গুজরাত বিজেপি সভাপতির পদে বসানো হয়েছিল রাজ্যের মন্ত্রী জগদীশ বিশ্বকর্মা-কে। দলের “এক পদ, এক ব্যক্তি” নীতি মেনে তিনি নতুন মন্ত্রিসভায় স্থান পাননি।
গুজরাতে বিজেপির এই প্রশাসনিক ও সাংগঠনিক রদবদল নতুন নয়। ২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর আনন্দীবেন পটেল মুখ্যমন্ত্রী হয়েছিলেন, পরে ২০১৬-তে পদত্যাগ করেন। তাঁর জায়গায় আসেন বিজয় রূপাণী, যিনি ২০১৭-র ভোটে বিজেপিকে জয় এনে দেন। কিন্তু ২০২১ সালে দলীয় নির্দেশে পদত্যাগ করেন তিনিও। এরপর পটেল সম্প্রদায়ের ভূপেন্দ্র পটেল মুখ্যমন্ত্রী হন এবং তাঁর নেতৃত্বেই বিজেপি ২০২২ সালের নির্বাচনে বিপুল জয় পায়।
রাজনৈতিক মহলের মতে, ২০২৭ সালের ভোটের আগে বিজেপি এবার থেকেই “ঘর গোছানো” শুরু করে দিল।
জাতিগত ভারসাম্যও রাখা হয়েছে নতুন মন্ত্রিসভায়। নতুন মন্ত্রীদের মধ্যে আট জন ওবিসি, ছয় জন প্রভাবশালী পটীদার সম্প্রদায়ের, চার জন আদিবাসী, তিন জন তফসিলি জনজাতির, দুই জন ক্ষত্রিয়, একজন ব্রাহ্মণ এবং একজন জৈন সম্প্রদায়ের।
১৮২ আসনবিশিষ্ট গুজরাত বিধানসভায় সর্বাধিক ২৭ জনকে মন্ত্রী করা যায়। আগের মন্ত্রিসভায় ছিলেন ১৭ জন সদস্য (মুখ্যমন্ত্রী-সহ)। তাই এবার শুধু রদবদল নয়, মন্ত্রিসভার উল্লেখযোগ্য সম্প্রসারণও ঘটেছে।
❤ Support Us