Advertisement
  • দে । শ
  • এপ্রিল ২৭, ২০২৩

পদবি অবমাননা মামলার শুনানিতে ‘না’ বিচারপতির। দীর্ঘতর হচ্ছে রাহুলের ন্যায় বিচারের লড়াই

আরম্ভ ওয়েব ডেস্ক
পদবি অবমাননা মামলার শুনানিতে ‘না’ বিচারপতির। দীর্ঘতর হচ্ছে রাহুলের ন্যায় বিচারের লড়াই

শুনানি শুরুর আগেই মোদি পদবি অবমাননা মামলা থেকে সরে দাঁড়ালেন গুজরাট হাইকোর্টের বিচারপতি গীতা গোপী। সুরাটের জেলা শাসকের আদালত ও সেশনস কোর্টে দোষী সাব্যস্ত রাহুল উচ্চ আদালতে স্থগিতাদেশ জারি করার জন্য আবেদন জানিয়েছিলেন। তাঁর আইনজীবীর বক্তব্য শুনে প্রধান বিচারপতির কাছে মামলা পাঠানোর জন্য রেজিষ্ট্রারকে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার পদবি মামলায় সুরাটের দায়রা আদালতের রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে গুজরাট হাইকোর্টে আবেদন করেছিলেন রাহুল । বিচারপতি গীতা গোপীর এজলাসে শুনানির জন্য আপীলটিকে নথিভুক্ত করা হয়েছিল। রাহুলের আইনজীবী পি এস চম্পানেরি মামলার দ্রুত শুনানির দাবি জানালে তিনি তা করতে অস্বীকার করেন।আদালত সূত্রে জানা যাচ্ছে, বৃহস্পতিবার অন্য কোনো বিচারপতির এজলাসে  কংগ্রেস নেতার আবেদন নথিভুক্ত করা হতে পারে।

২০১৯ সালে লোকসভা ভোটের প্রচার চলাকালে এক জনসভায় প্রধানমন্ত্রীর উদ্দেশে  রাহুল গান্ধী বলেছিলেন, ‘সব মোদীরা কেন চোর হয়’? এরপর মামলা গড়ায় আদালত পর্যন্ত। গত ২৩ মার্চ গুজরাতের সুরাত ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এইচএইচ বর্মা ২ বছর জেলের সাজা দিয়েছিলেন রাহুলকে। তবে,  দোষী রাহুলের জামিনের আবেদন মঞ্জুর করে  উচ্চতর আদালতে আবেদনের জন্য তাঁকে ৩০ দিন সময় দিয়েছিলেন ।  রায় ঘোষনার ২৪ ঘণ্টার মধ্যে  ২৪ মার্চ লোকসভার স্পিকার ওম বিড়লা ভারতীয় সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-র ৮(৩) নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাহুলের সাংসদ পদ খারিজ করে দেন।পরে সুরাত দায়রা আদালতে  আবেদন জানালে সেখানেও অতিরিক্ত বিচারপতি  তা  খারিজ করে সাজা কার্যকরের রায় বহাল রাখেন।তার বিরুদ্ধে গুজরাট উচ্চ আদালতে আবেদন করেছিলেন রাহুল। কিন্তু বিচারপতি সরে দাঁড়ানোয়  অবমাননার   অভিযোগ থেকে  রেহাই পাওয়ার লড়াই আরো দীর্ঘতর হল।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!