Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • জুন ১৫, ২০২৪

গুজরাটের গোধরায় নিট কেলেঙ্কারিতে গ্রেফতার স্কুল প্রিন্সিপালসহ ৫ জন, উদ্ধার ২.৩ কোটি টাকা

আরম্ভ ওয়েব ডেস্ক
গুজরাটের গোধরায় নিট কেলেঙ্কারিতে গ্রেফতার স্কুল প্রিন্সিপালসহ ৫ জন, উদ্ধার ২.৩ কোটি টাকা

নিট কেলেঙ্কারিতে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুজরাট থেকেই বেরিয়ে এল বিড়াল। নিট পরীক্ষায় পাস করাতে ছাত্রদের সাহায্য করার অভিযোগে এক স্কুলের প্রিন্সিপালসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার গুজরাটের পঞ্চমহল জেলার গোধরা শহর থেকে এই ৫ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে রয়েছেন গোধরা শহরের এক স্কুলের প্রিন্সিপাল পুরুষোত্তম শর্মা ও শিক্ষক তুষার ভাট।

৫ মে সর্বভারতীয় নিট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। গুজরাট পুলিশের অভিযোগ ছাত্রদের ফাঁকা উত্তরপত্র জমা দিতে বলা হয়েছিল। টাকার বিনিময়ে পরে এই ফাঁকা উত্তরপত্র গুলি পূরণ করা হয়। তদন্তে নেমে গুজরাট পুলিশ ৫ অভিযুক্তকে চিহ্নিত করে। এদের মধ্যে পরশুরাম রয় অফ রয় ওভারসিজ নামে এক এডুকেশন কনসালটেন্সি ফার্মের শিক্ষক তুষার ভাট এবং স্কুলের প্রিন্সিপাল পুরুষোত্তম শর্মাকে গ্রেপ্তার করা হয়।

পঞ্চমহল জেলা কালেক্টরের কাছ থেকে দুর্নীতির বিষয়ে তথ্য পাওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ। গোধরা টাউনের পুলিশ সুপার হিমাংশু সোলাঙ্কি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, “জেলা শিক্ষা আধিকারিক ঘটনাস্থলে পৌঁছন এবং তুষার ভাটের মোবাইল ফোন পরীক্ষা করেন। ফোন পরীক্ষা করে দেখা যায় ৩০ জন ছাত্রের নাম রয়েছে। ওই শিক্ষা আধিকারিক তুষার ভাটের গাড়ি থেকে ৭ লাখ নগদ টাকা উদ্ধার করেন।”

তুষার ভাট ও পুরুষোত্তম শর্মাকে গ্রেপ্তার করার পর পুলিশ তাঁদের কাছ থেকে আটটি ব্ল্যাঙ্ক চেক এবং আরও ২. ৩০ কোটি টাকার চেক বাজেয়াপ্ত করেছে। ওই চেকগুলিতে জালারাম স্কুলে নিট পরীক্ষায় বসা ছাত্রদের অভিভাবকদের সই করা ছিল। রয় এন্ড এডুকেশনাল ফার্মের পদার্থবিদ্যার শিক্ষক তুষার ভাটকে ডেপুটি সুপারিনটেনডেন্ট হিসেবে নিয়োগ করেছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!