- প্রচ্ছদ রচনা
- নভেম্বর ৩০, ২০২২
কংগ্রেস ও আপ–কে তীব্র আক্রমণ আদিত্যানাথের, চ্যালেঞ্জ ওড়ালেন অমিত শাহ

গুজরাটে প্রথম দফার ভোট প্রচারে গিয়ে কংগ্রেস ও আম আদমি পার্টিকে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা তথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি অভিযোগ করেছেন, উত্তরপ্রদেশের উন্নয়নে কংগ্রেস বাধা হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে কটাক্ষ করে আদিত্যনাথ বলেছেন, ‘ঝাড়ু’ ব্যবহার করে তিনি দেশের সবকিছুকে উড়িয়ে দেবেন। এদিকে, গুজরাট নির্বাচনে আম আদমি পার্টির চ্যালেঞ্জ উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
মঙ্গলবার গুজরাটে মহিসাগর, আনন্দ ও ভদোদরা জেলায় তিনটি সমাবেশে ভাষণ দেন যোগী আদিত্যনাথ। সেই নির্বাচনী জনসভায় আদিত্যনাথ বলেন যে, কংগ্রেস দেশের সমৃদ্ধির পথে বাধা হয়ে কাজ করছে। তাঁর কথায়, ‘২০১৪ সালের আগে কংগ্রেস দেশে অবিশ্বাস, নৈরাজ্য এবং দুর্নীতি ছড়িয়েছিল। মানুষ প্রশাসন ব্যবস্থার ওপর আস্থা হারিয়ে ফেলেছিল। এইরকম পরিস্থিতিতে গুজরাট নরেন্দ্র মোদীকে দিল্লি পাঠিয়ে রাজনীতিকে নতুন পরিচয় দিয়েছে। ২০ বছর আগে গুজরাটে ব্যবসা এবং ধর্মীয় অনুষ্ঠান করে যেত না। চারিদিকে দাঙ্গা, যুবকরা বেকার ছিল। নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার গঠনের সাথে সাথে পরিস্থিতি বদলায়। এখন সারা দেশ গুজরাট মডেলকে অনুসরণ করছে।’
কংগ্রেসকে কটাক্ষ করে আদিত্যনাথ বলেন, ‘বিজেপি ১৩৫ কোটি মানুষকে একটা পরিবার হিসেবে দেখে। সেখানে কংগ্রেস দল একা নিজের পরিবারের উন্নতি নিয়ে উদ্বিগ্ন। ওদের ভারত জোড়ো যাত্রার সময় দেখেছিলাম জাতীয় সঙ্গীতের পরিবর্তে মঞ্চে একদিন সিনেমার গান বাজিয়েছিল। কংগ্রেস এমন একটা দল যারা সৈনিক ও শহীদদের অপমান করে। কংগ্রেস ও আম আদমি পার্টি দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক।’
এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাট নির্বাচনে আম আদমি পার্টির চ্যালেঞ্জ উড়িয়ে দিয়েছেন। বলেছেন, অরবিন্দ কেজরিওয়ালের দল গুজরাটে একটা শাখাও খুলতে পারেননি। গুজরাট বিধানসভা নির্বাচনে আপ–এর সম্ভাবনার প্রশ্নে অমিত শাহ বলেন, ‘প্রত্যেক দলেরই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার রয়েছে, তবে কোনও দলকে তারা গ্রহণ করবে কি না তা জনগণের উপর নির্ভর করে। আপ গুজরাটের মানুষের মনে কোথাও নেই। নির্বাচনের ফলাফলের জন্য অপেক্ষা করুন। সফল প্রার্থীদের তালিকায় আপ–এর নাম থাকবে না।’ কংগ্রেস সম্পর্কে তিনি বলেন, ‘কংগ্রেস এখনও প্রধান বিরোধী দল, কিন্তু তারা সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে। গুজরাটেও এর প্রভাব দেখা যাচ্ছে।’
❤ Support Us