Advertisement
  • এই মুহূর্তে প্রচ্ছদ রচনা
  • আগস্ট ১৬, ২০২২

যাবজ্জীবন থেকে মুক্ত গুজরাট দাঙ্গার ১১ আসামি

১৫ বছরের কারাদন্ডের পর মুক্তি পেল বিলকিস বানু মামলার আসামিরা।

আরম্ভ ওয়েব ডেস্ক
বাহার উদ্দিন
যাবজ্জীবন থেকে মুক্ত গুজরাট দাঙ্গার ১১ আসামি

চিত্র সংগৃহিত

২০০২ সালের গুজরাট দাঙ্গায় গনধর্ষন আর খুনের অপরাধে আটক ১১ জনকে আজীবণ কারাদন্ড থেকে রেহাই দিল গুজরাট সরকার।

বিলকিস বানু মামলার এসব আসামিকে এতদিন গোধরা জেলে বন্দী করে রাখা হয়েছিল।

দাঙ্গার সময় বিলকিস বানু ও তার মেয়েকে গণধর্ষন করা হয়। ২০০২ সালের ৩ মার্চ, খুন হন ১৪ জন। পরে আপরাধীদের যাবজ্জীবনের নির্দেশ দেয় আদালত। মেয়াদ উত্তীর্ন হয়েছে বলেই রাজ্য সরকার তাদের মুক্তি দিয়েছেন বলে জনানো হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!