- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ১০, ২০২৪
টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা ম্যারাথনে ভারতীয় এলিট বিভাগে গুলবীর, সঞ্জীবনী
বিশ্বের প্রথম গোল্ড লেবেল ২৫কে ম্যারাথন টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে–তে যেমন কেনিয়ার ড্যানিয়েল এবেনিও, ইথিওপিয়ার সুতুম কেবেদের মতো অ্যাথলিটরা অংশগ্রহন করছেন, তেমনই ভারতের সেরা দৌড়বিদরাও অংশ নিচ্ছেন। ১০ হাজার ও ৫ হাজার মিটারে জাতীয় রেকর্ডধারী গুলভীর সিং অংশগ্রহনের বিষয়টি নিশ্চিত করেছেন। ভারতীয় বিভাগে গতবারের চ্যাম্পিয়ন সাওয়ান বারওয়ালও অংশ নিচ্ছেন। এছাড়া মহিলাদের বিভাগে অংশ নিচ্ছেন দুর্দান্ত ফর্মে থাকা সঞ্জীবনী যাদব।
এবারের টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে–তে পুরুষদের বিভাগে ২৭ জন ভারতীয় এলিট অ্যাথলিট প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর মহিলাদের বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৩ জন ভারতীয় এলিট অ্যাথলিট। ভারতীয় এলিট পুরুষ ও মহিলা বিজয়ীদের জন্য সমান পুরস্কার অর্থ থাকছে। প্রতিটি বিভাগে প্রথম তিনজন যথাক্রমে ৩ লক্ষ, ২.৫০ লক্ষ ও ২ লক্ষ টাকা করে পুরস্কার পাবেন। ইভেন্ট রেকর্ড করলে ভারতীয় এলিট পুরুষ ও মহিলা দৌড়বিদদের প্রত্যেককে ১ লক্ষ টাকা করে বোনাস দেওয়া হবে। ভারতীয় এলিট পুরুষদের বিভাগে রেকর্ড রয়েছে অবিনাশ সাবলের (১:১৫:১৭)। অন্যদিকে, ভারতীয় এলিট মহিলাদের রেকর্ডের অধিকারী এল সুরিয়া (১:২৬:৫৩)।
ভারতীয় পুরুষ এলিট বিভাগে চমক দিতে পারেন বর্তমানে দেশের সেরা দুরপাল্লার দৌড়বিদ গুলভীর সিং। এই মুহুর্তে তিনি ৫ হাজার মিটার ও ১০ হাজার মিটারে জাতীয় রেকর্ডধারী। সম্প্রতি হংকংয়ে অনুষ্ঠিত ১৭তম এশিয়ান ক্রস–কান্ট্রি চ্যাম্পিয়নশিপ ২০২৪–এ সোনা জিতেছেন। ২০২২ এশিয়ান গেমসে ১০ হাজার মিটারে ব্রোঞ্জ জিতেছিলেন। এছাড়া সাওয়ান বারওয়াল, অভিষেক পাল, কালীদাস হিরভে, কিরম মাত্রে, লভপ্রীত সিং, মনোজ কুমারের মতো দুরপাল্লার দৌড়বিদরাও পুরুষদের এলিট বিভাগে অংশ নেবেন।
ভারতীয় মহিলাদের এলিট বিভাগে হট ফেভারিট সঞ্জীবনী যাদব। তিনি সম্প্রতি বেঙ্গালুরুতে টিসিএস ওয়ার্ল্ড ১০কে জিতেছেন। এছাড়া হংকংয়ে অনুষ্ঠিত এশিয়ান ক্রস–কান্ট্রি চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছেন। ২০২২ সালে তিনি টাটা স্টিল ২৫কে–তে চ্যাম্পিয়ন হয়েছিলেন। সঞ্জীবনী যাদব ছাড়াও লিলি দাস, একতা রাওয়াত, তমশী সিং, কবিতা যাদবের মতো দৌড়বিদরাও মহিলাদের এলিট বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
❤ Support Us