Advertisement
  • স্মৃ | তি | প | ট
  • মার্চ ২২, ২০২২

‘গাল্লি বয়’ খ্যাত র‍্যাপারের মৃত্যু, শোকস্তব্ধ রণবীর সিং, সিদ্ধান্ত চতুর্বেদীরা

মাত্র ২৪ বছর বয়সেই থমকে গেল এমসি টড ফড-এর জীবন।

আরম্ভ ওয়েব ডেস্ক
‘গাল্লি বয়’ খ্যাত র‍্যাপারের মৃত্যু, শোকস্তব্ধ রণবীর সিং, সিদ্ধান্ত চতুর্বেদীরা

মুম্বইয়ের হিপ-হপ গ্রুপ ‘স্বদেশি’র অন্যতম জনপ্রিয় গায়ক ‘গাল্লি বয়’ খ্যাত র‍্যাপার এমসি টড ফড-এর প্রয়াণে স্তব্ধ বলিউড। বয়স মাত্র ২৪ বছর । শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রণবীর সিং এবং সিদ্ধান্ত চতুর্বেদী। এমসি টড ফডের আসল নাম ধর্মেশ পারমার। মুম্বইয়ের ধর্মেশের সংগীতের সফর শুরু। ইংরাজি, হিন্দি, গুজরাটি সহ আরও বেশ কিছু ভাষাতেও র‍্যাপ করতেন ধর্মেশ। মাত্র ২৪ বছর বয়সেই হিপ-হপ ও র‍্যাপের জগতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। জোয়া আখতারের ‘গাল্লি বয়’ ছবিতে রণবীর সিং-এর সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি। টড ফডের আকস্মিক মৃত্যুর খবর পেয়ে শোকস্তব্ধ রণবীর। ইনস্টাগ্রাম স্টোরিতে র‍্যাপারের ছবি শেয়ার করে ভেঙে যাওয়া হার্টের ছবি দিয়েছেন তিনি।

‘গাল্লি বয়’ সিনেমার মাধ্যমেই বলিউডে নিজের পরিচিতি গড়ে তোলেন সিদ্ধান্ত চতুর্বেদী । ছবিতে তিনি হয়েছিলেন এম সি শের। টড ফডের সঙ্গে নিজের শেষ কথোপকথনের স্ক্রিনশট শেয়ার করেছেন সিদ্ধান্ত। তাঁর আত্মার শান্তি কামনও করেছেন তিনি। কিন্তু মাত্র ২৪ বছর বয়সে কী এমন হল, যার জেরে মৃত্যু হল জনপ্রিয় র‍্যাপারের? এই প্রশ্নের উত্তর এখনও অজানা। শোনা যাচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন এমসি টড ফড। কেউ কেউ আবার বলছেন, স্ট্রোকের কারণে মৃত্যু হয়েছে তাঁর। আজ দাদরে প্রয়াত শিল্পীর শেষকৃত্য হওয়ার কথা। টুইটারে তাঁর গুণমুগ্ধরা তাঁর আত্মার শান্তি কামনা করেছেন।

 

 


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage block publication
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!