Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ৪, ২০২৩

২১ মাসের জন্য নির্বাসিত অলিম্পিয়ান জিমন্যাস্ট দীপা কর্মকার

আরম্ভ ওয়েব ডেস্ক
২১ মাসের জন্য নির্বাসিত অলিম্পিয়ান জিমন্যাস্ট দীপা কর্মকার

গত কয়েক মাস ধরেই ভারতের অলিম্পিয়ান জিমন্যাস্ট দীপা কর্মকারের ডোপিংয়ে জড়িয়ে পড়া নিয়ে নানা জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনায় সিলমোহর দিল ইন্টারন্যাশনাল টেস্টিং এজেন্সি। এই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে দীপার নমুনায় নিষিদ্ধ বস্তু পাওয়া গেছে। ২১ মাসের জন্য নির্বাসিত অলিম্পিয়ান জিমন্যাস্ট।

ইন্টারন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে, “ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল দি জিমন্যাস্টিকের হয়ে প্রতিযোগিতার বাইরে ডোপ পরীক্ষার জন্য ২০২১ সালের ১১ অক্টোবর দীপার নমুনা সংগ্রহ করা হয়েছিল। সেই নমুনায় হিগেনাইমানের অস্তিত্ব মিলেছে।” বিশ্ব অ্যান্টি-ডোপিং এজেন্সির নিষিদ্ধ বস্তুর তালিকায় রয়েছে হিগেনামাইন বা এস ৩. বেটা-২ অ্যাগনিস্ট। উল্লেখ্য, ২০১৭ সাল থেকে এই হিগেনামাইনেক নিষিদ্ধ ঘোষণা করেছে ওয়াডা। এটি অ্যান্টি-অ্যাসমাটিক অর্থাৎ শ্বাস-প্রশ্বাসের সমস্যা কাটাতে ব্যবহৃত হয়ে থাকে। এটি কার্ডিওটনিকও। যার অর্থ হার্টের শক্তি বাড়াতে এটি কার্ডিয়াক আউটপুটেরও বৃদ্ধি ঘটায়।

ইন্টারন্যাশনাল টেস্টিং এজেন্সি অ্যান্টি-ডোপিং নিয়মের ১০.৮.২ ধারা অনুযায়ী স্থির হয়েছে, ২০২১ সালের ১১ অক্টোবরের পর থেকে দীপার বিভিন্ন পারফরম্যান্সের ফলাফল গণ্য করা হবে না। এই সময় থেকে ২১ মাস দীপাকে নির্বাসিত করা হয়েছে। যার মেয়াদ চলতি বছরের ১০ জুলাই শেষ হবে।

নির্বাসনের ফলে কটবাস, দোহা, বাকু ও কায়রোতে অ্যাপারেটাস বিশ্বকাপ সিরিজের টুর্নামেন্টগুলিতে অংশ নিতে পারবেন না ২৯ বছরের দীপা। ৬টির মধ্যে তিনটি ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপেও নামতে পারবেন না। সেপ্টেম্বরের ২৩ থেকে ৮ অক্টোবর অবধি চলবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ। তাতে অংশগ্রহণে দীপার বাধা থাকবে না। এই ইভেন্টটি প্যারিস অলিম্পিকের কোয়ালিফায়ারও। ২০১৬ সালের রিও অলিম্পিকে দীপা অল্পের জন্য পদক হাতছাড়া করেছিলেন। চতুর্থ হলেও তাঁর প্রোদুনোভা ভোল্ট সমাদৃত হয়েছিল। সেবার ব্রোঞ্জ জিতেছিলেন সুউৎজারল্যান্ডের জিউলিয়া স্টেইনগ্রুবের। তাঁর চেয়ে দীপার স্কোরের ব্যবধান ছিল মাত্র ০.১৫০। প্রথম ভারতীয় জিমন্যাস্ট হিসেবে অলিম্পিকে অংশগ্রহণ করার নজিরটি রয়েছে ত্রিপুরার দীপার দখলেই।


  • Tags:

Read by: 66 views

❤ Support Us
Advertisement
homepage billboard publication
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!