Advertisement
  • এই মুহূর্তে
  • মার্চ ৭, ২০২২

১০-১৫ সেকেন্ড দেরি হলেই ঘটত দুর্ঘটনা! বিমান-বিভ্রাট নিয়ে মুখ খুললেন মমতা

আরম্ভ ওয়েব ডেস্ক
১০-১৫ সেকেন্ড দেরি হলেই ঘটত দুর্ঘটনা! বিমান-বিভ্রাট নিয়ে মুখ খুললেন মমতা

বারাণসী থেকে কলকাতায় ফেরার পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান ল্যান্ডিংয়ে বিভ্রাট নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী নিজেই। সোমবার বিধানসভার শুরুতেই বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী কার্যত পাইলটের দেওয়া রিপোর্ট নস্যাৎ করেন। তাঁর বক্তব্য, ‘খারাপ আবহাওয়ার জন্য মোটেই বিমান সমস্যার মুখে পড়েনি। সামনে আরেকটি বিমান চলে এসেছিল। পাইলট নিজের দক্ষতায় আমার বিমানটি নিচে নামিয়ে বড় দুর্ঘটনা এড়ান। আর ১০ সেকেন্ড হলে বড় বিপদ ঘটতে পারত।’ তিনি এটিসি’র দক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন।

জানালেন, সেদিন কোন টারবুলেন্স হয়নি। পাইলটের দক্ষতায় অন্য একটি বিমানের সঙ্গে সংঘর্ষ এড়িয়ে যাওয়া গিয়েছে। তবে, আর দশ-পনেরো সেকেন্ড দেরি হলেই বড় দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

গত ৪ মার্চ বারাণসী থেকে ফেরার সময় ঘটে ওই বিভ্রাট। জানা গিয়েছে, ল্যান্ডিংয়ের সময় আচমকাই নির্দিষ্ট উচ্চতা থেকে বেশ কিছুটা নীচে নেমে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানটি। ল্যান্ডিংয়ের ঠিক আগেই এমন ঘটনা ঘটে। সেই সময়ে প্রবল ঝাঁকুনি দেওয়ায় সামান্য চোট পান মুখ্যমন্ত্রী। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিন বিধানসভার অলিন্দে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘সেদিন কাছাকাছি আরেকটি প্লেন এসেছিল। কোন টারবুলেন্স নয়। পাইলট দক্ষতার সঙ্গে বিষয়টি সামলেছেন। তাই কোন সংঘর্ষ হয়নি। হঠাৎ ৮০০০ ফুট থেকে নীচে নেমে আসে বিমান।’
তবে, মুখ্যমন্ত্রীর আশঙ্কা, ‘আর ১০-১৫ সেকেন্ড দেরি হলেই ঘটে যেতে পারত দুর্ঘটনা। আমার কোমরে ও বুকে এখনও ব্যথা আছে। এই বিষয়ে আজ অবধি কোনও রিপোর্ট দেয়নি।’
গত সপ্তাহে দুদিনের সফরে বারাণসী গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত অখিলেশ যাদবের হয়ে প্রচারে যোগ দিতে তাঁর এই সফর ছিল। একই সঙ্গে কাশী বিশ্বনাথও দর্শন করেন তিনি। আর সেই সফর সেরে ফেরার পথেই ঘটে এই বিমান বিভ্রাট।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!