Advertisement
  • এই মুহূর্তে ন | গ | র | কা | হ | ন
  • নভেম্বর ১৪, ২০২৩

শর্ত সাপেক্ষে ৫ দিনের যুদ্ধবিরতির বিনিময়ে ৭০ জন বন্দিকে মুক্তি দিতে প্রস্তুত হামাস

আরম্ভ ওয়েব ডেস্ক
শর্ত সাপেক্ষে ৫ দিনের যুদ্ধবিরতির বিনিময়ে ৭০ জন বন্দিকে মুক্তি দিতে প্রস্তুত হামাস

ইসরায়েল-হামাস যুদ্ধ ৩৯ তম দিনে প্রবেশ করেছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে একটি অশুভ সতর্কবাণী দিয়ে বলা হয়েছে যে গাজা শহরের বৃহত্তম আল-শিফা হাসপাতাল “একটি কবরস্থান”-এ পরিণত হয়ে গেছে। এই হাসপাতাল ঘিরে কয়েকদিন ধরে ইসরায়েলি বাহিনী ও হামাস যোদ্ধাদের মধ্যে লড়াই চলছে। ইসরায়েল অভিযোগ করেছে যে হামাস হাসপাতালকে তাদের একটি ঘাঁটিতে পরিণত করেছে। তবে হামাস ও আল-শিফা হাসপাতাল উভয়েই এই অভিযোগ অস্বীকার করেছে। এই হাসপাতালে এখন তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা বলেছে যে জ্বালানি সংকটের কারণে এটি ৪৮ ঘন্টার মধ্যে তাদের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হতে পারে।

গাজা পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে যে তুলকারমের থাবেত থাবেত সরকারি হাসপাতালে রোগী ও চিকিৎসা কর্মীদের মধ্যে শ্বাসরোধের ঘটনা ঘটার খবর পাওয়া গেছে, ইসরায়েলি দখলদারিত্বের দ্বারা আজ হাসপাতালের জরুরি প্রবেশদ্বারে গ্যাস বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী ৭ অক্টোবর হামাস কর্তৃক অপহৃত ১৮ বছর বয়সী ইসরায়েলির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। নোয়া মারিসিয়ানোকে পতিত সৈনিক হিসাবে বর্ণনা করা হয়েছিল। মৃত্যুর কোনও কারণ জানানো হয়নি, তবে আইডিএফ বলছে মৃতের পরিবারকে মৃত্যুর বিষয়ে অবহিত করা হয়েছে।

গাজা থেকে ভারতীয় মহিলা লুবনা নাজির শাবু তার মেয়ে কারিমাকে নিয়ে রাফাহ সীমান্ত দিয়ে গাজা থেকে মিশরে প্রবেশ করেছেন। গাজা থেকে ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে পাঠানো এক টেক্সট বার্তায় লুবনার স্বামী নেদাল তোমান সোমবার বলেন, “তারা আল-আরিশ নামক মিশরের একটি শহরে রয়েছেন। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, সকালে তারা কায়রোতে চলে যাবেন।”

এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী রাতারাতি অভিযানে হামাসের ২০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। ইসরায়েল নৌবাহিনী একটি সামরিক শিবিরেও আক্রমণ তারা করেছিল যা হামাসের নৌ গঠন দ্বারা প্রশিক্ষণের উদ্দেশ্যে এবং অস্ত্র সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়েছিল।

ইসরায়েল-হামাস যুদ্ধের মধ্যে গাজা উপত্যকায় জন্ম নেওয়া অপরিণত ভূমিষ্ট হওয়া শিশুরা পর্যাপ্ত স্বাস্থ্য পরিষেবা এবং অন্যান্য সুবিধার অভাবে মারা যাচ্ছে কারণ ক্রমবর্ধমান সংঘাতের ফলে হাসপাতালগুলির পক্ষে সর্বোৎকৃষ্ট পরিষেবা প্রদান করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।
ওভাল অফিসে সাংবাদিকরা আল-শিফা হাসপাতাল সম্পর্কে জো বাইডেনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আল শিফা হাসপাতালকে যে কোনও মূল্যে রক্ষা করতে হবে।” তিনি যাই বলুন, এই  আল-শিফা হাসপাতালের অবস্থা এখন ভয়াবহ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমেয়ারকে মিডিয়া রিপোর্টে উদ্ধৃত করে বলা হয়েছে যে হাসপাতালটি এখন “প্রায় একটি কবরস্থান”-এ পরিণত হয়েছে কারণ বিদ্যুত এবং ওষুধের তীব্র ঘাটতির কারণে চিকিৎসা পরিষেবাগুলি ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে এবং মৃতদেহগুলি জমে থাকছে। হাসপাতালের চারপাশে লড়াইয়ের কারণে তাদের কবর দেওয়া ছাড়া কোন বিকল্প নেই।

এদিকে ৫ দিনের যুদ্ধবিরতির বিনিময়ে ৭০ জন বন্দিকে মুক্তি দিতে প্রস্তুত হামাস। ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাসের সামরিক শাখা কাতারি মধ্যস্থতাকারীদের জানিয়েছে যে তারা বর্তমানে গাজায় আটক প্রায় ৭০ জন নারী ও শিশুকে মুক্তি দিতে প্রস্তুত রয়েছে। তবে এই মুক্তি শর্ত সাপেক্ষে, ইসরায়েল পাঁচ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করলেই এটা সম্ভব।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!