- বি। দে । শ
- মে ৪, ২০২৪
নতুন যুদ্ধবিরতি চুক্তি। মিশরের মধ্যস্থতায় ইজরায়েল ও হামাসের আলোচনা চলছে

মিশরের মধ্যস্থতায় ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি আলোচনা শুরু হতে চলেছে। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য ইতিমধ্যেই মোসাদ প্রধান ডেভিড বার্নিয়ার নেতৃত্বে ইজরায়েলের এক প্রতিনিধিদল মিশরে পৌঁছানোর কথা। ইজরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইতিবাচক সাড়া দেওয়ার কথা জানাতেই মিশরের মধ্যস্থতায় দুই পক্ষ আলোচনায় বসতে চলেছে।
সূত্র অনুসারে মধ্যস্থতাকারীরা জানিয়েছে, ইতিমধ্যেই রাশিয়া, চিন এবং তুরস্ক যুদ্ধবিরতি চুক্তির গ্যারান্টার হওয়ার জন্য হামাসের দাবি প্রত্যাখ্যান করেছে। গাজা থেকে ইজরায়েলের সৈন্য প্রত্যাহার, স্থায়ী যুদ্ধবিরতি এবং হাই–প্রোফাইল ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়ার বিষয়টি আলোচনার মূল ফোকাস হতে চলেছে।
কয়েক মাস ধরে আলোচনার অগ্রগতি ব্যর্থ হওয়ার পরে খলিল আল হায়াহের নেতৃত্বে হামাসের একটা প্রতিনিধিদল পুনরায় আলোচনা শুরু করার জন্য শনিবার মিশরের রাজধানী কায়রোতে পৌঁছেছে। প্রতিনিধি দলে রয়েছেন হামাসের শীর্ষ কর্তা জাহেদ গাবরিন এবং ইয়াহিয়া সিনওয়ারের আস্থাভাজনও প্রতিনিধি দলে রয়েছেন। মিশরীয় রাষ্ট্র-সংযুক্ত আল কাহেরা নিউজ টেলিভিশন একটি উচ্চপদস্থ সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে যে, ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী এবং ইজরায়েলের মধ্যে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং মিশরীয় মধ্যস্থতাকারীরা বেশিরভাগ বিষয়ে সম্মত সূত্রে পৌঁছেছে।
❤ Support Us