Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ২১, ২০২৪

‌আইসিসি টি২০ র‌্যাঙ্কিংয়ে আবার শীর্ষে হার্দিক, অভাবনীয় উন্নতি তিলক ভার্মার

আরম্ভ ওয়েব ডেস্ক
‌আইসিসি টি২০ র‌্যাঙ্কিংয়ে আবার শীর্ষে হার্দিক, অভাবনীয় উন্নতি তিলক ভার্মার

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভাল পারফরমেন্স করার পুরস্কার পেলেন ভারতীয় দলের দুই ক্রিকেটার হার্দিক পাণ্ডিয়া ও তিলক ভার্মা। আইসিসি–র টি২০ র‌্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান পুনরুদ্ধার করলেন হার্দিক। অন্যদিকে, টানা দুটি সেঞ্চুরির সুবাদে র‌্যাঙ্কিংয়ে অভাবনীয় উন্নতি করেছেন তিলক। উঠে এসেছেন তিন নম্বরে।
দক্ষিণ আফ্রিকাকে ৪ ম্যাচের টি২০ সিরিজে ৩–১ ব্যবধানে হারিয়েছে ভারত। দ্বিতীয় ম্যাচে অপরাজিত ৩৯ রানের ইনিংস খেলেন হার্দিক পাণ্ডিয়া। শেষ ম্যাচে ৩ ওভার বোলিং করে মাত্র ৮ রানে তুলে নিয়েছলিনে ১ উইকেট। এই পারফরমেন্সই ২ ধাপ এগিয়ে দিয়েছে হার্দিককে। তাঁর পয়েন্ট ২৪৪। ২৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেপালের দীপেন্দ্র সিং ঐরী। ইংল্যান্ডের অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন নেমে গেছেন তিন নম্বরে। তাঁর রেটিং পয়েন্ট ২৩০।
ব্যাটারদের তালিকায় ৬৯ ধাপ উঠে তিন নম্বর স্থান দখল করে নিয়েছেন তিলক ভার্মা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে দুটি সেঞ্চুরিসহ ৪ ম্যাচে ২৮০ রান করেন তিলক। সিরিজের সেরা ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন। ভারতীয়দের ব্যাটারদের মধ্যে তিনিই সবার ওপরে রয়েছেন। তাঁর রেটিং পয়এন্ট ৮০৬। শীর্ষ দুটি জায়গা যথারীতি ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড (‌৮৫৫)‌ ও ইংল্যান্ডের ফিল সল্ট (‌৮২৮)‌। ২ ধাপ নেমে সূর্যকুমার যাদব (‌৭৮৮)‌ রয়েছেন ৪ নম্বরে।
টি২০ বোলারদের শীর্ষ দুটি স্থান যথাক্রমে ধরে রেখেছেন ইংল্যান্ডের আদিল রশিদ (‌৭০১)‌ ও শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা (‌৬৯৬)‌। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে দুর্দান্ত বোলিং করে তিন নম্বরে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা (‌৬৯৩)‌। ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন নেমে গেছেন চার নম্বরে। ভারতের রবি বিষ্ণোই (‌৬৬৬)‌ রয়েছেন ৮ নম্বরে। ৩ ধাপ উঠে অর্শদীপ সিং (‌৬৫৬)‌ পৌঁছেছেন নবম স্থানে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!