Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ১৬, ২০২৩

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে নেই রোহিত, নেতৃত্ব দেবেন হার্দিক

আরম্ভ ওয়েব ডেস্ক
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে নেই রোহিত, নেতৃত্ব দেবেন হার্দিক

টি-টোয়েন্টি ফরম্যাট দেশকে নেতৃত্ব দিলেও একদিনের ক্রিকেটে অবশ্য সেই সুযোগ হয়নি হার্দিক পান্ডিয়ার। অবশেষে একদিনের ক্রিকেটেও সেই সুযোগ হাজির ভারতীয় দলের এই অলরাউন্ডারের সামনে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে প্রথম ম্যাচে তিনি দলকে নেতৃত্ব দেবেন। রোহিত শর্মার অনুপস্থিতিতে হার্দিকের হাতেই নেতৃত্ব তুলে দিয়েছেন জাতীয় নির্বাচকরা।

পারিবারিক কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মুম্বইয়ে শুক্রবার প্রথম এক ম্যাচে খেলবেন না রোহিত শর্মা। তাই হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “পারিবারিক কারণে সিরিজের প্রথম ম্যাচে রোহিত খেলবে না। তার পরিবর্তে হার্দিক পান্ডিয়া ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন। সিরিজের বাকি দুটি ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মাই।”

ভবিষ্যতের অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়াকে তুলে ধরতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড  ২০২৪ টি২০ বিশ্বকাপে রোহিত শর্মা খেলবেন কিনা এখনও নিশ্চিত নয়। তাই ২০২৪ বিশ্বকাপের কথা মাথায় রেখে হার্দিককে তৈরি করে দেওয়ার পরিকল্পনা বোর্ডের। রোহিতের অনুপস্থিতিতে তাঁর হাতেই টি-টোয়েন্টি নেতৃত্ব তুলে দেওয়া হয়। লোকেশ রাহুলের জায়গা টলমলে। তাই হার্দিকের ওপরই বেশি জোর দিচ্ছেন নির্বাচকরা। গত বছর আইপিএলে প্রথমবার নেতৃত্ব দিতে নেবে গুজরাট টাইটান্সকে চ্যাম্পিয়ন করেছিলেন হার্দিক। তাঁর মধ্যে যে নেতৃত্বের মশলা রয়েছে ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছেন। গত বছর হার্দিক বলেছিলেন, তাঁর একটাই স্বপ্ন ২০২৩ একদিনের বিশ্বকাপ জেতা। এবছর ঘরের মাঠে সেই সুযোগ তিনি পাবেন।

টেস্ট সিরিজ জয়ের পর ভারতের লক্ষ্য এখন একদিনের সিরিজ জয়। হার্দিক পান্ডিয়ার হাত ধরেই ভালোভাবে সিরিজ শুরু করতে চাইছে ভারতীয় শিবির। এখন দেখার রোহিতের পরিবর্তে দেশকে নেতৃত্ব দিতে নেমে তিনি নিজেকে কতটা মেলে ধরতে পারেন।


  • Tags:

Read by: 108 views

❤ Support Us
Advertisement
homepage billboard publication
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!