- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ২৫, ২০২৩
২ বছর পর আবার মুম্বই ইন্ডিয়ান্সে হার্দিক
দু’বছর পর আবার ঘরে ফিরতে চলেছেন হার্দিক পান্ডিয়া। বড় কোনও অঘটন না ঘটলে সামনের মরশুমে আইপিএলে আবার তাঁকে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে দেখা যেতে পারে। তবে কোনও ক্রিকেটার অদলবদল নয়, গুজরাট টাইটান্সের কাছ থেকে সরাসরি নগদ টাকায় হার্দিক পান্ডিয়াকে কিনতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। দেশের এই সেরা অলরাউন্ডারের সঙ্গে ইতিমধ্যেই মুম্বই ইন্ডিয়ান্সের কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছে।
২০১৫ সালে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি গায়েই আইপিএলে খেলা শুরু করেছিলেন হার্দিক পান্ডিয়া। সেই বছর মুম্বই ইন্ডিয়ান্স বেশ প্রাইস মাত্র ১০ লাখ টাকায় কিনেছিল হার্দিককে। ২০২১ সালের মেগা নিলামে হার্দিক পান্ডিয়াকে ছেড়ে দেয়। সেই সময় তারা ধরে রেখেছিল রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, যশপ্রীত বুমরা ও কিয়েরণ পোলার্ডকে। হার্দিক পান্ডিয়াকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তুমুল সমালোচনা হয়েছিল। ২০২২ সালে গুজরাট টাইটাইন্সের হয়ে খেলেন হার্দিক। গুজরাটকে প্রথম মরশুমে নেতৃত্ব দিয়েই আইপিএলে চ্যাম্পিয়ন করেন। গত মরশুমে তাঁর নেতৃত্বেই রানার্স হয় গুজরাট। আর তারপর থেকেই হার্দিককে দলে ফেরাতে মরিয়া হয়ে ওঠে মুম্বই ইন্ডিয়ান্স।
২০২১ সালের মেগা নিলামে ১৫ কোটি টাকায় হার্দিক পান্ডিয়াকে কিনেছিল গুজরাট টাইটান্স। সেই পরিমাণ টাকাতেই হার্দিককে নিতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। তবে এর পাশাপাশি গুজরাট টাইটান্সকে ট্রান্সফার ফিও দিতে হবে মুম্বইকে। কারণ কোনও ক্রিকেটারের সঙ্গে অদলবদল করে হার্দিক পান্ডিয়া মুম্বইয়ে আসছেন না। এই ট্রান্সফার ফি–র অঙ্কটা এখনও জানা যায়নি। তবে ট্রান্সফার ফি–র ৫০ শতাংশ হার্দিক পান্ডিয়া পাবেন। আইপিএলের ইতিহাসে একটা রেকর্ড হয়ে থাকবেন হার্দিক পান্ডিয়ার এই দলবদল।
হার্দিক পান্ডিয়াকে এত টাকা খরচ করে নিয়ে এলে আর্থিক চ্যালেঞ্জের সামনে পড়তে হবে মুম্বইকে। কারণ আগেরবার নিলাম শেষে তাদের কাছে পড়ে রয়েছে মাত্র ৫ লাখ টাকা। তবে মুম্বইয়ের কাছে একটাই আশার আলো। সামনের মরশুমের নিলামের জন্য প্রত্যেক ফ্র্যাঞ্চাজিকে ৫ কোটি টাকা করে বাড়তি খরচ করার অনুমতি দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। তাছাড়া নিলামের জোফ্রা আর্চারসহ বেশ কয়েকজন ক্রিকেটারকে ছেড়ে দিতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। ফলে আর্থিক সমস্যাটা অনেকটাই মিটে যাবে।
❤ Support Us