Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ১৮, ২০২৩

ফাইনালের আগে সতীর্থদের হার্দিক শুভেচ্ছা

আরম্ভ ওয়েব ডেস্ক
ফাইনালের আগে সতীর্থদের হার্দিক শুভেচ্ছা

রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপ জয়ের জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করবেন রোহিত শর্মারা, মাঠের বাইরে বসে সেই দৃশ্য দেখতে হবে হার্দিক পান্ডিয়াকে। এমনটা হওয়ার কথা ছিল না। তাঁর গোড়ালির চোটই শেষ করে দিয়েছিল বিশ্বকাপ যাত্রা। শেষ করে দিয়েছে বিশ্বকাপের ফাইনাল খেলার স্বপ্ন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল খেলতে না পারলেও দলের সতীর্থদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা পোস্ট করেছেন হার্দিক পাডিয়া।

সোশাল মিডিয়ায় ‘‌এক্স’‌ ‌হ্যান্ডেলে এক ভিডিও বার্তায় হার্দিক বলেছেন, ‘‌সতীর্থরা, এই দল নিয়ে আমি এর চেয়ে বেশি গর্বিত হতে পারতাম না। আমরা এখন পর্যন্ত যা কিছু করেছি, যতদূর এসেছি, তার পেছনে কৃতিত্ব আমাদের বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রমের। আমরা এখন গৌরব থেকে এক ধাপ দূরে। বিশেষ কিছু করার জন্য আমরা ছোটবেলা থেকেই স্বপ্ন দেখেছি। শুধু নিজেদের জন্য নয়, আমাদের পেছনে থাকা কোটি কোটি মানুষের জন্য কাপটি তোলা। আমার সমস্ত ভালবাসা এবং আমার সমস্ত হৃদয় দিয়ে সর্বদা সঙ্গে আছি। চলো এবার  কাপটা ঘরে নিয়ে আসি। জয় হিন্দ।’‌

দারুণভাবে বিশ্বকাপ শুরু করেছিলেন হার্দিক পান্ডিয়া। পুনেতে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে গোড়ালিতে চোট পান। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে প্রথমে বলা হয়েছিল দুটি ম্যাচে খেলতে পারবেন না হার্দিক। পরে বিশ্বকাপের বাকি ম্যাচগুলো থেকেই ছিটকে যান। তাঁর পরিবর্তে প্রসিদ্ধ কৃষ্ণকে দলে নেওয়া হয়েছে। তবে হার্দিকের পরিবর্তে প্রথম একাদশে জায়গা করে নিয়ে বিশ্বকাপ কাঁপিয়ে দিয়েছেন মহম্মদ সামি। ৬ ম্যাচে তুলে নিয়েছেন ২৩ উইকেট।

১০ বছরের বিশ্বখেতাবের খরা কাটাতে মরিয়া ভারত। ২০১৩ সালে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। এবার টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে উঠে এসেছে ভারত। খেতাব জয় থেকে মাত্র এক ধাপ দূরে। রবিবার অস্ট্রেলিয়াকে হারালেই তৃতীয়বারের জন্য বিশ্বকাপ ঘরে তুলবে ভারত। সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশবাসী।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!