Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • মে ১৮, ২০২২

গুজরাট কংগ্রেসে আবার ভাঙন, দল ছাড়লেন হার্দিক

গুজরাট কংগ্রেসে আবার ভাঙন, দল ছাড়লেন হার্দিক

গুজরাত কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি হার্দিক প্যাটেল দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন। বুধবার সকালে টুইট করে নিজেই লিখেছেন, ‘আজ আমি সাহসের সঙ্গে কংগ্রেস পার্টির পদ এবং দলের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করছি। আমি নিশ্চিত যে আমার সিদ্ধান্তকে আমার সমস্ত সহকর্মী এবং গুজরাটের জনগণ স্বাগত জানাবে। আমি বিশ্বাস করি যে আমার এই পদক্ষেপের পরে, আমি ভবিষ্যতে গুজরাতের জন্য সত্যিই ইতিবাচকভাবে কাজ করতে সক্ষম হব।’
গুজরাট বিধানসভা নির্বাচনের মাত্র কয়েক মাস আগে হার্দিক প্যাটেলের পদত্যাগ কংগ্রেসের জন্য একটি বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল। গুজরাট দলের সিনিয়র নেতারা তাঁকে উপেক্ষা করছেন এবং ক্রমাগত কোণঠাসা করার চেষ্টা করছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়ছিল হার্দিকের। কংগ্রেস নেতৃত্বের সমালোচনাতেও সরব হতে দেখা গিয়েছিল তাঁকে। জল্পনা বাড়িয়ে কয়েকদিন আগেই টুইটার প্রোফাইল থেকে কংগ্রেসের নাম সরিয়ে ফেলেছিলেন এই পতিদার নেতা। টুইটারে বায়ো বদল ঘিরে জোর চর্চা শুরু হয় গুজরাট রাজনীতিতে। শুধু টুইটার নয়, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকেও দলের নাম সরিয়ে ফেলেন তিনি। নির্বাচনের মুখে হার্দিকের পদত্যাগ কংগ্রেস শিবিরের জন্য বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

প্যাটেল ২০১৫ সালে তার সম্প্রদায়ের কোটার জন্য একটি আন্দোলনের নেতৃত্ব দিয়ে লাইমলাইটে উঠে আসেন। এই আন্দোলনের মাধ্যমেই তিনি সেই সময় বিজেপি-নেতৃত্বাধীন রাজ্য সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ান।


❤ Support Us
error: Content is protected !!