Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ৮, ২০২৪

৩ নির্দল বিধায়কের সমর্থন প্রত্যাহার, সঙ্কটে হরিয়ানার বিজেপি সরকার

আরম্ভ ওয়েব ডেস্ক
৩ নির্দল বিধায়কের সমর্থন প্রত্যাহার, সঙ্কটে হরিয়ানার বিজেপি সরকার

রাজনৈতিক সঙ্কটে হরিয়ানার বিজেপি সরকার। নয়াব সিং সাইনির সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন তিনজন নির্দল বিধায়ক। তাঁরা রাজ্যপালকে চিঠি লিখে মর্থন প্রত্যাহার করার কথা জানিয়েছেন।  তিন বিধায়ক সমর্থন প্রত্যাহার করে নেওয়ায় সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে নয়াব সিং সাইনির সরকার।

মঙ্গলবার সন্ধেয় হরিয়ানার রোহতকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা এবং রাজ্য কংগ্রেসের সভাপতি উদয় ভানের উপস্থিতিতে সাংবাদিক সম্মেলন করে তিন নির্দল বিধায়ক সোমবীর সাঙ্গোয়ান, রণধীর গোলেন ও ধরমপাল গোন্ডার বিজেপি সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করার কথা ঘোষণা করেন। ধরমপাল গোন্ডার বলেন, ‘‌আমরা সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করছি। কংগ্রেসের দিকে আমরা সমর্থনের হাত বাড়িয়ে দিচ্ছি। কৃষকদের সাথে সম্পর্কিত বিষয়গুলিসহ বিভিন্ন বিষয়ের জন্য এই সিদ্ধান্ত নিয়েছি।’‌

ধরমপাল গোন্ডার বিজেপির সরকার পরিচালনার বিভিন্ন বিষয় নিয়ে হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‌‘‌ সরকার গঠনের জন্য যখন সমর্থনের প্রয়োজন ছিল, তখন আমাদের বারবার ডাকা হয়েছিল। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, মনোহরলাল খট্টর ক্ষমতায় থাকা পর্যন্ত আমরা সমর্থন করব। কিন্তু তিনি আর ক্ষমতায় নেই। কৃষকদের স্বার্থে আমরা সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করছি।’‌ পুন্ডরি থেকে রণধীর গোলান, নিলোখেরি থেকে ধরমপাল গোন্ডার এবং দাদরি থেকে সোমবীর সিং সাঙ্গোয়ান জয়লাভ করেছিলেন। সাঙ্গোয়ান দাবি করেছেন যে,  বাদশাপুর থেকে নির্বাচিত বিধায়ক রাকেশ দৌলতাবাদও সমর্থন প্রত্যাহার করবেন।

রণধীর গোলান বলেন, ‌‘‌গত সাড়ে ৪ বছর ধরে আমরা বিজেপিকে সমর্থন দিয়েছি এসেছি। আজ হরিয়ানায় বেকারত্ব এবং মুদ্রাস্ফীতি সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। তাই আমাদের সমর্থন প্রত্যাহার করেছি।’‌ একটি সূত্র দাবি করেছে, নির্দল বিধায়কদের সাইনি সরকারে অন্তর্ভুক্ত না করার জন্যই তাঁরা অসন্তুষ্ট হয়ে সমর্থন প্রত্যাহার করেছেন।

হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস নেতা ভূপিন্দর সিং হুডা নির্দল বিধায়কদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ‘‌এই সিদ্ধান্ত বর্তমান সরকারের প্রতি আস্থার অভাব এবং জনগণের মধ্যে কংগ্রেসের প্রতি ক্রমবর্ধমান সমর্থন প্রতিফলিত করে। নির্দল বিধায়কদের সিদ্ধান্ত সঠিক। জনগণের স্বার্থে উপযুক্ত সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে।’‌

৯০ সদস্যের হরিয়ানা বিধানসভায় এই মুহূর্তে ৮৮ জন বিধায়ক রয়েছেন। এর মধ্যে বিজেপি–র ৪০, কংগ্রেসের ৩১, জননায়ক জনতা পার্টির ১০, লোকদল ও হরিয়ানা লোকহিত পার্টি ১টি করে আসন রয়েছে। ৭ জন নির্দল প্রার্থী জিতেছিলেন। আগেই বিজেপি–র ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে জননায়ক জনতা পার্টি। ৩ জন নির্দল বিধায়ক সমর্থন প্রত্যাহার করে নেওয়ায় সংখ্যালঘু হয়ে পড়েছে বিজেপি সরকার। বিজেপি–র ৪০ ছাড়া ২ জন নির্দল বিধায়কের সমর্থন রয়েছে সাইনি সরকারের ওপর।

এদিকে, কংগ্রেস হরিয়ানায় রাষ্ট্রপতি শাসনের দাবি করেছে। উদয় ভান বলেছেন, ‘‌বর্তমান বিজেপি সরকার ম্যাজিক সংখ্যা হারিয়েছে। হরিয়ানা বিধানসভার বর্তমান শক্তি ৮৮, যার মধ্যে বিজেপির ৪০ জন সদস্য রয়েছে। বিজেপি সরকারের আগে জেজেপি বিধায়ক এবং নির্দলদের সমর্থন ছিল। জেজেপিও সমর্থন প্রত্যাহার করেছিল এবং এখন নির্দলরাও চলে যাচ্ছে। নয়াব সিং সাইনি সরকার এখন সংখ্যালঘু। সাইনির মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা উচিত।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!