- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ২১, ২০২৩
পাঁচ বছর পর জমি মামলায় ক্নিনচিট পেলেন রবার্ট । বেনিয়ম হয়নি, আদালতে জানাল হরিয়ানা সরকার
রবার্ট বঢরার সংস্থা এবং ডিএলএফের মধ্যে জমি হস্তান্তর সংক্রান্ত মামলায় কোনও বেনিয়ম হয়নি বলে জানাল হরিয়ানা সরকার। রাজ্য সরকার হাইকোর্টে একথা জানানোর ফলে ক্লিনচিট পেলেন রবার্ট-সহ অন্য অভিযুক্তরা। হরিয়ানা সরকার জানিয়েছে, রবার্ট বঢরার সংস্থা স্কাইলাইট হসপিটালিটি ডিএলএফ-কে যে জমি হস্তান্তর করেছিল, সেক্ষেত্রে কোনও বেনিয়মের ঘটনা ঘটেনি।
পাঁচ বছর আগে গুরুগ্রাম পুলিশ জমি সংক্রান্ত বেনিয়মের অভিযোগ তুলে ফৌজদারি মামলা দায়ের করেছিল হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে। একইসঙ্গে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে মামলা দায়ের হয় রবার্ট বঢরার বিরুদ্ধেও। মামলাগুলি দায়ের হয় দুর্নীতি নিরোধক আইনে।
সূত্রের খবর, হরিয়ানা সরকার পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে এফিডেভিট পেশ করে জানিয়েছে, গুরুগ্রামের তহশিলদারের রিপোর্ট অনুসারে স্কাইলাইট হসপিটালিটি যে ৩ দশমিক ৫ একর জমি ডিএলএফ ইউনিভার্সাল লিমিটেডকে ২০১৯ সালে সেপ্টেম্বর মাসে বিক্রি করেছিল, তাতে কোনও বেনিয়ম হয়নি। তাছাড়া ওই বিতর্কিত জমি এখনও হরিয়ানা স্টেট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্ট কর্পোরেশনের নামেই আছে। প্রসঙ্গত, স্কাইলাইট হসপিটালিটি কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢরার মালিকানাধীন সংস্থা।
ঘটনার তদন্তে ইতিমধ্যেই নতুন করে একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয় গত ২২ মার্চ। সিটের অন্তর্গত রাজ্য পুলিশের একজন ডেপুটি কমিশনার, দু’জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং একজন এএসআই।
২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে জমি সংক্রান্ত এই বেনিয়মের অভিযোগ তুলে রাজ্যজুড়ে নির্বাচনী প্রচার চালায় বিজেপি। সেইসময়ে বিজেপির অভিযোগ ছিল, জমি নিয়ে স্বজনপোষণ করা হয়েছে।
আদালতে যে এফিডেভিট পে্শ করা হয়েছে, সেই প্রসঙ্গে গুরুগ্রামের ইন্সপেক্টর জেনারেল রাজ শ্রী সিং জানিয়েছেন, এপর্যন্ত হরিয়ানার সাংসদ ও বিধায়কদের বিরুদ্ধে জমি সংক্রান্ত বেনিয়মের জেরে মোট আটটি মামলা দায়ের করা হয়। ওই মামলাগুলির তদন্ত হয়েছে।
❤ Support Us